স্লোগানে উত্তাল শাহবাগ

পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন তারা। শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল শাহবাগ এলাকা।
বুধবার (২৭ আগস্ট) দুপুর শাহবাগে বুয়েটের শিক্ষার্থীদের সড়ক বন্ধ করে স্লোগান দিতে শোনা যায়।
স্লোগানের মধ্যে রয়েছে, 'আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম', 'কোটা না মেধায়, মেধায় মেধায়', 'সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান', 'অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই', 'কোটার নামে অবিচার, বন্ধ করো', 'কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও'।
অবস্থান নেওয়া প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এসব দাবিতে গতকাল মঙ্গলবারও পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন তারা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আমজাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের দাবি না মানলে রাজপথ ছাড়বো না। আজকের মধ্যে না মানলে সচিবালয় ঘেরাও করবো।
এমএসআই/জেডএস