বারবার ড্যাপ-ইমারত বিধিমালা সংশোধন প্রক্রিয়া বন্ধের আহ্বান

ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও ইমারত নির্মাণ বিধিমালা ব্যবসায়িক স্বার্থে বারবার ত্রুটিপূর্ণভাবে সংশোধন করা হচ্ছে অভিযোগ তুলে এ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছ নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর বাংলামটরে বিআইপির কনফারেন্স হলে ড্যাপ সংশোধনের উদ্যোগ: বিআইপির পর্যবেক্ষণ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, যুগ্ম সম্পাদক তামজিদুল ইসলাম, বোর্ড সদস্য আবু নাইম সোহাগ ও ফাহিম আবেদীন প্রমুখ।
আরও পড়ুন
বিআইপির প্রধান প্রস্তাবনার মধ্যে রয়েছে, ড্যাপ ও ইমারত বিধিমালায় সংশোধনের সময় নাগরিক, পেশাজীবী, কমিউনিটি ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করতে হবে।
এছাড়া কৃষিজমি, জলাভূমি ও বন্যা প্রবাহ এলাকায় উন্নয়ন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে; বিদ্যমান অবৈধ উন্নয়ন বন্ধে আইন প্রয়োগ ও দখলদারদের বিচারের আওতায় আনতে হবে। গুলশান-বনানী-ধানমন্ডির মতো এলাকায় অতিরিক্ত এফএআর মান (ভবন ঘনত্ব) কমিয়ে গ্রহণযোগ্য পর্যায়ে আনতে হবে।
আবাসিক এলাকার আলো-বাতাস, শৃঙ্খলা ও ভারসাম্য রক্ষায় এলাকাভিত্তিক উচ্চতার সর্বোচ্চ সীমা নির্ধারণ জরুরি।
এছাড়াও ড্যাপ বাস্তবায়নে স্কুল, হাসপাতাল, পার্ক, খেলার মাঠসহ নাগরিক সুবিধার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। আবাসন ব্যবসায়ীসহ যাদের স্বার্থের সংঘাত রয়েছে, তাদের পরিকল্পনা ও নীতি প্রণয়ন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।
পরিকল্পনাবিদদের মতামত সিদ্ধান্ত গ্রহণে যথাযথ গুরুত্ব দিতে হবে এবং অনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। পূর্বে গোষ্ঠীস্বার্থে ড্যাপসহ বিভিন্ন পরিকল্পনায় যে পরিবর্তন আনা হয়েছে, সেগুলো তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
এএসএস/এমএসএ