ঢাকায় এলাকাভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ

ঢাকার টেকসই উন্নয়ন ও বাসযোগ্যতা নিশ্চিত করতে এলাকাভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।
বুধবার (২৭ আগস্ট) বাংলামটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) কনফারেন্স হলে আয়োজিত ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের উদ্যোগ: বিআইপি’র পর্যবেক্ষণ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এ মত দেন।
বিআইপির সহসভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন বলেন, সাম্প্রতিক সময়ে ড্যাপ পুনঃসংশোধনের ক্ষেত্রে জনস্বার্থের বদলে ক্ষমতাশালীদের স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে অপরিকল্পিত নগরায়ন ও ঢাকাকেন্দ্রিক উন্নয়ন আরও তীব্র হচ্ছে।
আরও পড়ুন
তিনি সতর্ক করে বলেন, আবাসিক এলাকায় এফএআর বৃদ্ধি, জনসংখ্যা বরাদ্দ বাড়ানো ও রাস্তার পরিকল্পনা উপেক্ষা করলে শহরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। ড্যাপ পুনরায় সংশোধনের ক্ষেত্রে এফএআর নির্ধারণের সময় এসব বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে, না হলে ঢাকার বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে।
গ্রামীণ ও নগরাঞ্চলের সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু ঢাকাকে কেন্দ্র করে পরিকল্পনা করলে চলবে না। সমগ্র বাংলাদেশকে স্থানিক পরিকল্পনার আওতায় আনা জরুরি। বিআইপির পক্ষ থেকে সংস্কার কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।
বিআইপির যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম বলেন, ঢাকার বাসযোগ্যতা নিশ্চিত করতে সুশাসনের পাশাপাশি পরিকল্পনাবিদ ও পেশাজীবীদের মতামত গ্রহণ অপরিহার্য। এজন্য অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন।
নগর পরিকল্পনাবিদরা বলেন, ড্যাপে প্রস্তাবিত নাগরিক সুবিধা- স্কুল, হাসপাতাল, পার্ক, খেলার মাঠ দ্রুত বাস্তবায়নের জন্য রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এলাকাভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।
তারা বলেন, পরিকল্পনা ও আইন প্রণয়নে স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব ঠেকাতে তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।
বক্তারা জোর দিয়ে বলেন, মহাপরিকল্পনা প্রণয়ন ও পুনর্মূল্যায়নে শহরের বাসযোগ্যতা, ধারণক্ষমতা, নাগরিক সুবিধার সুষম বণ্টন, জলাশয়, কৃষিজমি ও পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এছাড়া পরিকল্পনা, ইমারত নির্মাণ, উন্নয়ন, পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন আইন প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় স্বার্থান্বেষী মহলের প্রভাবের বিষয়ে তদন্তপূর্বক আইনসমূহের প্রয়োজনীয় সংশোধনীর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিনের সঞ্চালনায়, ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের উদ্যোগ সংক্রান্ত বিআইপির পর্যবেক্ষণ ও প্রস্তাবনাসমূহ তুলে ধরেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
এএসএস/এমএসএ