রাতে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রাতের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এ সময়ে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ছয় ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জানানো হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর অবস্থা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
বিকেল ৩টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরে আবহাওয়া স্বাভাবিক থাকবে এবং এ সময়ে কোনো সংকেত দেখাতে হবে না। এমনকি সমুদ্র বন্দরগুলো থেকেও সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আরএইচটি/এমএন