হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির

কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রোববার থেকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। বিদ্যুৎ সেবা চালু রেখেই সারাদেশে সমিতিগুলোতে অনির্দিষ্টকালের জন্য এ অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।
শনিবার (৩০ আগস্ট) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
লিখিত বক্তব্যে পবিসের ডিজিএম মাহফুজুর রহমান বলেন, বিদ্যুৎ সমিতির সংস্কার ও পেশাগত সমস্যার সমাধানের কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করেনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এমনকি কর্মকর্তাদের গ্রেপ্তার, চাকরি থেকে বরখাস্ত ও হয়রানিমূলক সংযুক্তি অব্যাহত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এর মধ্যে গত ১৭, ২৭ ও ২৮ আগস্ট ৩০ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বরখাস্তসহ শাস্তিমূলক আদেশ করা হয়। যা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ করে তুলছে। এসব বরখাস্ত আদেশ প্রত্যাহারের জন্য গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা। ওই সময়ের মধ্যে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ৩১ আগস্ট থেকে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী।
তাদের ঘোষিত চার দফা দাবি হলো-
১। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত দুটি কমিটির চূড়ান্ত প্রতিবেদন (আরইবি-পিবিএস একীভূতকরণ অথবা অন্যান্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন এবং সব চুক্তিভিত্তিক/অনিয়মিত (মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, লাইন শ্রমিক ও পৌষ্য বিলিং সহকারী), কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, সব সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত এবং অন্যায়ভাবে বদলিকৃতদের পদায়ন) দাখিল এবং বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করতে হবে।
২। ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত হয়রানিমূলকভাবে বরখাস্ত করা ও সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল করে আগের কর্মস্থলে পদায়ন করতে হবে।
৩। জরুরি সেবায় নিয়োজিত লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগদান করতে না পারা পাঁচ জন লাইনক্রুকে আগের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে।
৪। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ওএফএ/জেডএস