চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসন ঘাটতিতে ঘটছে শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।
রোববার (৩১ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, হামলায় নারী শিক্ষার্থীদের হেনস্তা এবং অন্তত ৬০ জন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাই অবিলম্বে হামলায় জড়িত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।
আরও বলা হয়, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, যা তাদের চরম দায়িত্বহীনতার পরিচায়ক। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটই শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাসন ঘাটতির কারণে অধিকাংশ শিক্ষার্থীকে হলে না থেকে কটেজ ও মেসে থাকতে হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু কটেজ-মালিকের দৌরাত্ম্য বাড়ছে, যা প্রায়ই গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের দিকে গড়ায়।
অতীতে একাধিকবার এ ধরনের সংঘর্ষ ঘটলেও প্রশাসন উদাসীন থেকেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হলেও তারা তা পালনে ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি আবাসন সংকট নিরসনে দ্রুত নতুন হল নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
এমএইচএন/এমজে