নারী আন্দোলনকে এগিয়ে নিতে তরুণদের হাল ধরার আহ্বান

নারী আন্দোলনকে এগিয়ে নিতে তরুণদের হাল ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে ‘সাংগঠনিক মাস পালন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, মহিলা পরিষদের প্রতিষ্ঠার ৫৫ বছরে তরুণ প্রজন্মের চাহিদা বদলেছে। বর্তমান বাস্তবতার নিরিখে প্রবীণ ও তরুণদের চাহিদার ক্ষেত্রকে সমন্বয় করে নারী আন্দোলনকে এগিয়ে নিতে তরুণদের হাল ধরাতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, আজকের কর্মসূচিতে যারা উপস্থিত আছেন তারা বিভিন্ন প্রজন্মের। বাংলাদেশ মহিলা পরিষদ ৫৫ বছর ধরে বহুমাত্রিক কাজ করছে নারীর স্বার্থ সুরক্ষায়। সংগঠনের বিগত বছরের সাংগঠনিক কার্যক্রম মূল্যায়ন তথা নিজের দিকে ফিরে দেখার জন্যই প্রতিবছর সাংগঠনিক কর্মসূচি পালন করা হয়ে থাকে। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অধিকার এবং নারীর অধিকার আদায়ে সবাই একসঙ্গে কাজ করবে-এমনই প্রত্যাশা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মুনিরা আক্তার বলেন, আমাদের অর্জন অনেক। সংগঠনকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে, আগামীতেও আরো চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। সমাজের সব জায়গায় ৫০ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য আমাদের কৌশলীভাবে লড়াই করতে হবে।
আয়োজক সংগঠনের উপপরিষদ সম্পাদক উম্মে সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদা রেহানা প্রমুখ।
এএসএস/জেডএস