পবিস সদস্যদের স্ট্যান্ড রিলিজের প্রতিবাদ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের

আন্দোলনের পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ সমিতির ৫ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (পবিস)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় সংগঠনটি।
আরও পড়ুন
বার্তায় বলা হয়, ৪ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করা সত্ত্বেও গত ১ সেপ্টেম্বর ঢাকা পবিস-১’র এজিএম (সদস্য সেবা) ফরিদ উদ্দিন, সুনামগঞ্জ পবিসের এজিএম (ওএন্ডএম) মো. ইয়াসিন মাহমুদ, ঠাকুরগাঁও পবিসের এজিএম (সদস্য সেবা) মো. সাইফুল ইসলাম, লক্ষ্মীপুর পবিসের এজিএম (সদস্য সেবা) মো. মামুন তালুকদার, শেরপুর পবিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদকে সম্পূর্ণ হয়রানিমূলকভাবে স্ট্যান্ড রিলিজসহ বরখাস্ত ও সংযুক্ত করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বার্তায় উল্লিখিত পল্লী বিদ্যুৎ সমিতিতে যেসব কর্মসূচি পালন করতে বলা হয় সেগুলো হলো-
১। সব অফিসের মোটরসাইকেল, মোবাইল, রিডিং বাইন্ডার জেনারেল ম্যানেজারের নিকট হস্তান্তর করবে।
২। শুধু বিদ্যুৎ লাইন চালু ছাড়া সব ধরনের কাজ বন্ধ থাকবে।
ওএফএ/বিআরইউ