চবিতে সংঘর্ষ : চারদিন পরও অবস্থার উন্নতি হয়নি ইমতিয়াজের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের অবস্থার উন্নতি হয়নি। তিনি চার দিন ধরে পার্কভিউ হাসপাতলের লাইফ সাপোর্টে রয়েছেন। তার কনশাস লেভেল (চেতনার মান) এখন ৬–এর আশপাশে। একজন স্বাভাবিক মানুষের কনশাস লেভেল ১৫। এটি ১০–এর ওপরে ওঠার আগপর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আহত আরেক শিক্ষার্থী সমাজতত্ত্ব বিভাগের মামুন মিয়ার অবস্থার উন্নতি হয়েছে। তারও মাথার খুলিতে জখম রয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় গত সোমবার বিকেলে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়, তবে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ইমতিয়াজের সঙ্গে লাইফ সাপোর্টে নেওয়া হয় আহত আরেক শিক্ষার্থী সমাজতত্ত্ব বিভাগের মামুন মিয়াকে। তারও মাথার খুলিতে জখম রয়েছে। অবস্থার উন্নতি হওয়ায় সোমবার বিকেলে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়, তবে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে বলেন, ‘ইমতিয়াজের বিষয়ে বিকেলে মেডিকেল বোর্ড বসেছে। এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। মামুনের অবস্থা আগের চেয়ে ভালো। তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।’
গত রোববার সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ইমতিয়াজ আহমেদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় নগরের পার্কভিউ হাসপাতালে আনা হলে ওই দিন রাতে তার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বেলা সাড়ে তিনটা পর্যন্ত নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ইমতিয়াজের অবস্থার উন্নতি হয়নি।
আরএমএন/এমজে