শেখ হাসিনাকে ফেরাতে ভারতে আর চিঠি দেয়নি বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বরে (২০২৪) ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। এরপর দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি ঢাকা। তবে বিভিন্ন সময়ে দিল্লির প্রতিনিধিদের কাছে শেখ হাসিনাকে ফেরতের প্রসঙ্গ তুলেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তৌহিদ হোসেন জানান, চিঠি এক দফায়ই দেওয়া হয়েছিল। এরপরে এ নিয়ে আমরা আর কোনো চিঠি দেইনি, আমি এটুকু বললাম। চিঠির উত্তর নেওয়ার প্রশ্নে তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে কথায় বলেছি। এটা কিন্তু আমরা চিঠিপত্র দিয়ে আর আদান-প্রদান কিরিনি।
আর কোনো চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যদি দেওয়া হয় আপনারা জানতে পারবেন।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ।
ভারতের সঙ্গে সম্পর্ক ‘জট’ নিয়ে করা প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, নতুন কিছু বলার নাই। পুরোনো যেটা বলা হয়েছে, সেটা আবার পুনরাবৃত্তি করি। আমাদের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই। তবে এটা তো দুই পক্ষকে এগোতে হবে। যদি দুই পক্ষ একমত হয় কোনো বিষয়ে তাহলে নিশ্চই আলাপ হবে।
এনআই/এসএম