হোয়াটসঅ্যাপ গ্রুপে ঊর্ধ্বতনের সমালোচনা, পুলিশ কর্মকর্তাকে সতর্ক করে চিঠি

হোয়াটসঅ্যাপ গ্রুপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনা করার অভিযোগে শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল বাসার মোল্যাকে সতর্ক করা হয়েছে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ বিষয়ে লিখিতভাবে চিঠি দিয়ে তাকে সতর্ক করেন।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরের থেকে আইজিপির পক্ষে এ সতর্কতামূলক চিঠি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামিমা ইয়াছমিন।
চিঠিতে উল্লেখ করা হয়, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করেছেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) ধারামতে অসদাচরণ। এজন্য আপনাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হলো।
আরও পড়ুন
পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে অযথার্থ মন্তব্য করা সরকারি চাকরিবিধি অনুযায়ী অপেশাদার আচরণ হিসেবে গণ্য হয়। এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
চিঠির একটি অনুলিপি শিল্পাঞ্চল পুলিশের প্রধানের কাছেও পাঠানো হয়েছে।
এআর/এমএসএ