চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায় : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে অনেক মানুষই এ ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা থেকে উপকৃত হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অফ চিটাগাং বাতিঘরের সহযোগিতায় এবং মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের ব্যবস্থাপনায় ২০৯ জনকে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
চোখের যত্নে নিয়মিত সবজি, ফলমূল, ভিটামিনসমৃদ্ধ খাবার গ্রহণের ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, আমরা যদি সচেতন হই এবং জীবনযাত্রায় স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলি তবে দৃষ্টি সমস্যার ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।
আরও পড়ুন
মাঝিরঘাট মরহুম নজু মিয়া বাড়ির সামনে আয়োজিত ক্যাম্পে মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপ-কমিটি সদস্য সচিব লায়ন এম এ মুছা বাবলু ও প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলু যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু।
এমআর/এমএন