চট্টগ্রামে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২

চট্টগ্রামে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। বুধবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, সংঘর্ষে আহত ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইমুন (২৩) এবং ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল মালেক রুমিকে (২১) চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, কোনো কারণ ছাড়াই আমার নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এদিকে, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজও দাবি করেন, বিনা কারণে মাহমুদুল গ্রুপের কর্মীরা তার কর্মীদের ওপর হামলা করেছে।
কেএম/আরএইচ