পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে

চার দফা দাবি বাস্তবায়নে ঘোষিত গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় সংগঠনটি।
বার্তায় জানানো হয়, পল্লী বিদ্যুৎ সমিতিগুলো ৪ দফা দাবিতে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে গত ৩১ আগস্ট থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন এবং পরবর্তী ৪৮ ঘণ্টা সময় দেওয়া হলেও বিদ্যমান সংকট সমাধান করা হয়নি। যার প্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর থেকে পূর্বঘোষিত গণছুটি কর্মসূচি আজ চতুর্থ দিনের মতো পালিত হয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অদ্যাবধি সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, আরইবি-পিবিএস বিদ্যমান সংকট নিরসনে বারবার অনুরোধ করা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অদ্যাবধি সমস্যা সমাধানের কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করে গত ৯ সেপ্টেম্বর আরইবি প্রদত্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে দমন পীড়নের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগ কর্তৃক জারিকৃত পত্রের কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী চরমভাবে বিক্ষুব্ধ হয়েছে। সংকটের সুষ্ঠু সমাধান না করে দমন-পীড়নের পন্থা অবলম্বন করায় পল্লী বিদ্যুৎ সমিতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। কর্মপরিবেশে নিরাপত্তা না থাকায় আগামীকাল ১১ সেপ্টেম্বর, পূর্বের ন্যায় স্টেশনে অনুপস্থিত থেকে গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে। সুষ্ঠু ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্টেশনে না ফেরার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন
বার্তায় বলা হয়, গণছুটিতে থাকা সত্ত্বেও জনভোগান্তি বিবেচনায় আমাদের লাইন ক্রুরা উপকেন্দ্রসহ গ্রাহক সেবা সচল রেখেছিল। তথাপি পল্লী বিদ্যুতায়ন বোর্ড স্থানীয় ইলেকট্রিশিয়ান, ঠিকাদার এবং আরইবির নিজস্ব জনবলের মাধ্যমে লাইন চালু রাখার বিষয়টি বিদ্যুৎ বিভাগকে অবহিত করায় সমিতির কারিগরি জনবলের প্রয়োজনীয়তাকে প্রশ্নবিদ্ধ ও বিক্ষুব্ধ করা হয়েছে। গণছুটিতে থাকা সত্ত্বেও জোরপূর্বক কাজে বাধ্য করায় আজ জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইন টেকনিশিয়ান এইচটি লাইনে তড়িতাহত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
যেহেতু আরইবি নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ এবং লাইন সচল রাখার দায়িত্ব নিয়েছে, সুতরাং সব সমিতির কারিগরি বিভাগসহ সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে সর্বাত্মক গণছুটি কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো। অস্থিতিশীলতা বৃদ্ধির ফলে কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে তার দায় দায়িত্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে বহন করতে হবে।
ওএফএ/এমএন