বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা মূল্যয়নে ডিএসসিসির কমিটি

৭৫টি ওয়ার্ডের বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের সক্ষমতা মূল্যয়নে কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব শফিকুল ইসলাম একটি কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন।
আরও পড়ুন
দপ্তর আদেশে সচিব শফিকুল ইসলাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডের প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের সক্ষমতা মূল্যায়ন, যাচাই, বাছাই ও তথ্য সংগ্রহের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ৫ সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে পরিচ্ছন্নতা পরিদর্শককে। কমিটির বাকি সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শকের মনোনীত ৩ জন পরিচ্ছন্নতাকর্মী।
এএসএস/এমএসএ