অস্ত্রোপচার ও রেডিওথেরাপির জন্য মাসের পর মাস অপেক্ষা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
একাদশ শ্রেণি: ভর্তিতে ‘শিক্ষা কোটায়’ অনিয়ম
একাদশ শ্রেণির ভর্তিতে দুই ধরনের ‘শিক্ষা কোটা’ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোটার অপব্যবহারের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হবে।
প্রসঙ্গত, অনলাইনে আবেদন করার সময় প্রমাণ হিসেবে কোনো কাগজপত্র দিতে হয় না। কাগজপত্র দিতে হয় কলেজ ও মাদ্রাসায় ভর্তির সময়।
সমকাল
চাহিদার অর্ধেক জাহাজও নেই বাংলাদেশের
পণ্য পরিবহনের জন্য প্রয়োজনীয় জাহাজের অর্ধেকও নেই বাংলাদেশের। অথচ বাংলাদেশে আমদানি-রপ্তানি পণ্যের ৮০ শতাংশেরও বেশি সমুদ্রপথে আনা-নেওয়া করা হয়। প্রতিবছর এই বাণিজ্য বাড়ছে। গত ২০২৪-২৫ অর্থবছর চট্টগ্রাম বন্দর দিয়ে ১৩ কোটি টন খোলা পণ্য, জ্বালানি ও ভোজ্যতেল পরিবহন করা হয়। কনটেইনার পরিবহন করা হয় ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউ (২০ ফুট দৈর্ঘ্যের সমতুল্য ইউনিট)। দেশে পর্যাপ্ত জাহাজ না থাকায় এসব পণ্যের ৯০ শতাংশেরও বেশি পরিবহন করে বিদেশি পতাকাবাহী জাহাজ। দেশের পতাকাবাহী ১০০টি জাহাজের পণ্য পরিবহন ক্ষমতা আছে মাত্র ৫০ লাখ টনের। এর মধ্যে কনটেইনারবাহী জাহাজ আছে মাত্র আটটি। অথচ সর্বশেষ অর্থবছরে চট্টগ্রাম বন্দরেই পণ্যবাহী জাহাজ আসে মোট চার হাজার ৭৭টি।
আজকের পত্রিকা
জাকসু নির্বাচন: ভোট গণনায় অব্যবস্থাপনা, ফল হয়নি দ্বিতীয় দিনেও
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও নানা অনিয়মের অভিযোগে ভোট গ্রহণের দিনেই নির্বাচন বর্জন করেছিল পাঁচটি প্যানেলসহ বেশ কয়েক স্বতন্ত্র প্রার্থী। এই নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা-বিক্ষোভের মধ্যেই ভোট গ্রহণের পাঁচ ঘণ্টা পর শুরু হয় গণনার কাজ। এ কাজেও দেখা যায় দীর্ঘসূত্রতা। এতে ফল ঘোষণার সম্ভাব্য সময় দিয়েও বারবার তা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। এই নিয়ে প্রার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরাও চরম ক্ষোভ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন।
বণিক বার্তা
ভারত পাকিস্তান মিয়ানমার সফল হলেও জোরালো উদ্যোগ নেই বাংলাদেশের
চীনের সহযোগিতায় আরব সাগরের তলদেশে যৌথ সমীক্ষা চালিয়ে সম্প্রতি বিপুল পরিমাণ গ্যাসের মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান। তবে কী পরিমাণ গ্যাসের মজুদ সেখানে রয়েছে, তা এখনো ঘোষণা করা হয়নি। খাতসংশ্লিষ্টরা অবশ্য মনে করছেন, বিপুল পরিমাণ এ খনিজ সম্পদ উত্তোলন করা গেলে বৃহৎ আকারে বদলে যাবে পাকিস্তানের অর্থনীতি। গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমে যাবে। তাই আরো বিস্তৃত গ্যাস অনুসন্ধানে বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছে দেশটির সরকার। এরই মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা স্পেশাল ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসএফসি) প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন
আজকের পত্রিকা
জাতীয় ক্যানসার হাসপাতাল: অস্ত্রোপচার ও রেডিওথেরাপির জন্য মাসের পর মাস অপেক্ষা
চাঁদপুরের আশি-ঊর্ধ্ব আশরাফুল আলমের (ছদ্মনাম) দেড় বছর আগে পায়ুপথে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য তিনি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) আসেন। তখন থেকে এ পর্যন্ত ক্যানসার নিয়ন্ত্রণে তাঁকে আটটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। এখন প্রয়োজন রেডিওথেরাপির। তারিখ পাওয়ার জন্য কয়েক মাস ধরে চেষ্টার পর অবশেষে গত মঙ্গলবার রেডিওথেরাপির তারিখ মিলেছে, তবে তা-ও দুই মাস পরের। এদিন এনআইসিআরএইচে আশরাফুল আলমসহ আরও কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার জন্য দীর্ঘ অপেক্ষাসহ বিভিন্ন সমস্যার কথা জানা যায়।
কালের কণ্ঠ
নলকূপের মারণফাঁদে কৃষক
ধান ও আলুর ফলন জয়পুরহাটে বরাবরের মতো এবারও বেশি হলেও কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। ফসল উৎপাদনে কৃষকদের যেসব খাতে বেশি খরচ হয় তার মধ্যে অন্যতম হলো সেচ। বোরো, আলু ও রোপা আমন উৎপাদনে বছরে কৃষকদের বিঘাপ্রতি (৩৩ শতক) শুধু সেচ বাবদই খরচ হয় চার হাজার টাকা। সরকারি বিধি অনুযায়ী ফসলভিত্তিক সেচের দাম নির্ধারণ করার কথা উপজেলা সেচ কমিটির, কিন্তু এ কমিটি দাম নির্ধারণ করলেও তা শুধু কাগজে-কলমে।
বণিক বার্তা
১০ মাসেও বিতরণ হয়নি বাতিল হওয়া ৮১ শতাংশের বেশি ফ্যামিলি কার্ড
সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাতিল হওয়া ৪৩ লাখ ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তত ৩৫ লাখ বা ৮১ শতাংশই বিতরণ করা যায়নি। প্রায় এক বছর পার হলেও প্রক্রিয়াগত জটিলতা, কার্ড যাচাই-বাছাইয়ের ধীরগতি ও প্রকৃত উপকারভোগী শনাক্তে ব্যর্থতায় অকার্যকর হয়ে পড়ে আছে বিপুলসংখ্যক এ কার্ড।
কালের কণ্ঠ
নিয়োগ পেয়েও সচিবের চেয়ার জুটছে না
দুই সপ্তাহ আগে পদোন্নতি দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু গত ১৪ দিনেও কাঙ্ক্ষিত চেয়ারে বসতে পারেননি বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা। যোগ দিতে গেলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা তাঁকে পরে যোগ দিতে বলেন। দুই দিন পরে গেলেও উপদেষ্টার অনুমতি মেলেনি।
বণিক বার্তা
দেড় দশকে দেশে নার্সিং প্রতিষ্ঠান বেড়েছে ৪২১ শতাংশ তবুও নার্সের ঘাটতি ৮২%
দেশে স্বাস্থ্যসেবা খাতে জনবল সংকটের চিত্র নতুন নয়। দীর্ঘদিন ধরেই প্রয়োজনের তুলনায় কম জনবল নিয়ে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসছে। চিকিৎসক, নার্স, মিডওয়াইফারি ও অন্যান্য সহায়ক খাত—সব জায়গাতেই কর্মী সংকট রয়েছে। তবে এ সংকট সবচেয়ে প্রকটভাবে দেখা যায় নার্সদের ক্ষেত্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, দেশে প্রয়োজনীয় নার্সের তুলনায় বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮ শতাংশ। অর্থাৎ ঘাটতি রয়ে গেছে প্রায় ৮২ শতাংশ। অথচ পরিসংখ্যান বলছে, গত দেড় দশকে নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের সংখ্যা বেড়েছে প্রায় ৪২১ শতাংশ।
প্রথম আলো
চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল
অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আটটি রাজনৈতিক দল। শিগগির পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এ তথ্য জানা গেছে। অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
সমকাল
উৎপাদন ক্ষমতা ও ব্যয় বৃদ্ধির নথি পাওয়া যাচ্ছে না
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার যথাযথ অনুমোদনের কাগজপত্র পায়নি বলে জানিয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি)।
এক নিরীক্ষা প্রতিবেদনে সিএজি জানায়, এই প্রকল্পের অবকাঠামো চুক্তির প্রক্রিয়া এবং ব্যয় ব্যবস্থাপনায় অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির তথ্য পাওয়া গেছে। গত এপ্রিলে দেওয়া এই প্রতিবেদনে রূপপুর প্রকল্পের প্রতিনিধিদের বিরুদ্ধে রাশিয়ায় হোটেল ও আবাসন ভাড়া নিয়ে কিছু অনিয়মের কথাও বলা হয়েছে।
