পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করতে হবে

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবিরুল ইসলাম বলেছেন, পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করতে হবে। বৈষম্য দূর করা ও দায়িত্বশীলভাবে পাঠ্যপুস্তক প্রণয়ন সময়ের দাবি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম ও সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম।
আরও পড়ুন
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, পাঠ্যপুস্তক প্রণয়নে দেশে বিশেষজ্ঞের ঘাটতি রয়েছে। যথেষ্ট বরাদ্দ না থাকায় শিক্ষা খাত পিছিয়ে আছে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিক্ষা বরাদ্দ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শিক্ষাবিদ ও সংবিধান বিশেষজ্ঞ শাহাদত হোসেন বলেন, সবার ডিগ্রি আছে কিন্তু গবেষণা নাই। তাই বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমান পাঠ্যপুস্তকে নানাবিধ সংকট রয়েছে, নতুন পাঠ্যপুস্তক প্রণয়নের মাধ্যমে তা সমাধান করতে হবে।
ওএফএ/এসএসএইচ