হাজারীবাগের বাসায় নারীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসায় সিনথিয়া আক্তার (২৪) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। তবে নিহতের পরিবারের দাবি, তার স্বামী তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছেন। ঘটনার পর থেকে তার স্বামী ইব্রাহিম পলাতক রয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঝাউচর বাজার এলাকার আমলা টাওয়ারের অষ্টম তলার বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নিহত সিনথিয়া নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার নজরুল ইসলামের মেয়ে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। প্রায় এক বছর দুই মাস আগে তার বিয়ে হয় ইব্রাহিম চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে। বিয়ের পর থেকে তারা প্রায় ৫-৬ মাস ধরে হাজারীবাগের ওই ভবনে ভাড়া থাকতেন।
নিহতের ভাই মো. রুবেল অভিযোগ করে বলেন, সকালে খবর পাই আমার বোনকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে গিয়ে দেখি সে মারা গেছে। আমার বোনের স্বামী ইব্রাহিম চৌধুরী মাদকাসক্ত ও বিভিন্ন সন্ত্রাসীর সঙ্গে মেলামেশা করত। বিয়ের পর থেকেই সে আমার বোনকে শারীরিক নির্যাতন করত। প্রায় প্রতিদিন বাসায় এসে বকাঝকা ও মারধর করত।
তিনি আরও জানান, গতকাল ইব্রাহিম আমার বোনের বুকে পিস্তল ঠেকিয়ে বলে, তুই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবি, নইলে তোর মা-বাবাকে হত্যা করা হবে। আমরা নিশ্চিত, আমার বোনকে সে-ই হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ঘটনাটি তারা তদন্ত করছে।
এসএএ/এমজে