যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া দুই ডিসি প্রত্যাহার

মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাদেরকে এ পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মাদারীপুরের ডিসি ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে।
এর আগে বিকেলে জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নানকে কক্সবাজারের ডিসি নিয়োগ দেয় সরকার।
উল্লেখ্য, ডিসি পদে উপসচিব পর্যায়ের কর্মকর্তারা নিয়োগ পেয়ে থাকেন। দুই ডিসি যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাদেরকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে নতুন পদে পদায়ন করল সরকার।
এসএইচআর/এমজে