লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলাদেশি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরেন তারা।
সংশ্লিষ্ট সরকারি এক কর্মকর্তা জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) আইওএম-এর সহায়তায় লিবিয়া থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয়। আজ সকালে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের ইউজেড ২২২ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।
এনআই/এআইএস