পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও
ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দাবি করে আসছেন, তিনি কেবলই ব্রিটিশ নাগরিক। কিন্তু প্রথম আলোর হাতে আসা নথিতে দেখা যাচ্ছে, টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে। তিনি এখানকার ভোটার। বাংলাদেশি পাসপোর্টও করেছিলেন তিনি।
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব-সংক্রান্ত নথিগুলো নিয়ে প্রথম আলো ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এর সঙ্গে যৌথভাবে কাজ করেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে এসব নথির সত্যতা পাওয়া গেছে।
কালবেলা
পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল
২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর কাজে মান নিয়ন্ত্রণে শুরু থেকেই এবার ‘শূন্য সহনশীল’ সরকার। নিম্নমানের বই ছাপানোর সব কৌশল ধরতে নেওয়া হয়েছে ‘কচ্ছপের কামড়’ বা নাছোড়বান্দা নীতি। মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে ১২টি শর্তে জড়িয়ে ফেলা হয়েছে। এর একটি শর্তও প্রতিপালন না করলে সংশ্লিষ্ট মুদ্রণ প্রতিষ্ঠানের দরপত্র বাতিল করা হবে।
বণিক বার্তা
দেশে আট মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ হাজার ২০২
সারা দেশে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত—এ আট মাসে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ হাজার ২০২ জন প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। এ সময়ে দেশে সড়ক দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তার ৩২ শতাংশের বেশি ক্ষেত্রে দায়ী থেকেছে দুই চাকার এ বাহনটি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাসিক দুর্ঘটনা প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
আজকের পত্রিকা
একীভূতের চিন্তা এনসিপি ও গণঅধিকার পরিষদের
নির্বাচনের হাওয়া বইতে শুরু করায় বিভিন্ন রাজনৈতিক দল কিছুদিন ধরেই নির্বাচনের আগে-পরের জোটের চুলচেরা হিসাবে ব্যস্ত। এমন আবহে একীভূত হওয়ার চিন্তা করছে তরুণ নেতৃত্বাধীন দুই দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ। রাজনীতির মাঠে তারুণ্যের শক্তিকে এক করে একটি শক্তিশালী অবস্থান গড়তেই এই পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন দুই দলের একাধিক নেতা। তবে তাঁদের ভাষ্য, এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। একীভূত হওয়ার এই প্রক্রিয়ায় আপ বাংলাদেশসহ আরও কয়েকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং দলও যুক্ত হতে পারে।
আরও পড়ুন
আজকের পত্রিকা
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: খেলাপি ঋণ আদায় তলানিতে
২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকারি ছয় ব্যাংকে খেলাপি ঋণ বাড়ছে হু হু করে। অনেক গ্রাহক নানা অজুহাতে ঋণ পরিশোধে অনীহা দেখাচ্ছেন। ঋণ পুনঃ তফসিল, আদালতের স্টে অর্ডার বা ব্যবসায়িক ক্ষতির অজুহাতে আদায় লক্ষ্যমাত্রার তুলনায় নগণ্য। জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৯ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অগ্রণী, জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে আদায় হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র সাড়ে ৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক কঠোর নজরদারি বাড়িয়েছে, তবে আদায় এখনো সীমিত।
প্রথম আলো
জরিপের ভুলে বিলীনের ঝুঁকিতে দেড় শ পাহাড়
চট্টগ্রামের হাটহাজারীর বড় দিঘির পাড় থেকে ভাটিয়ারী যাওয়ার সংযোগ সড়ক ধরে কিছু দূর এগোলেই ৩ নম্বর বাজার। হাটহাজারী উপজেলার এই বাজার পেরোতেই সড়কের পশ্চিম পাশে ৫০ থেকে ৬০ ফুট উচ্চতার একটি পাহাড়। পাহাড়ের পাদদেশে আধা পাকা কিছু বসতঘর। ফটক দিয়ে উঁকি দিতেই দেখা গেল বসতি সম্প্রসারণের জন্য কাটা হচ্ছে পাহাড়ের পাদদেশ।
আজকের পত্রিকা
সরকারি কর্মচারীদের অবসরে সুযোগ-সুবিধা বাড়ছে
অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের পেনশন-সংক্রান্ত জটিলতাগুলো সমাধান করে একগুচ্ছ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় স্ত্রী/স্বামীও পেনশন পাবেন, শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল ১৫ বছর থেকে কমে ১০ বছর হবে এবং জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররাও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন।
প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকেন ৬৮% শিক্ষার্থী, গুনতে হয় বাড়তি টাকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিবুল হাসান তিনবার হলে আসন পাওয়ার জন্য আবেদন করেছিলেন। একজন অধ্যাপকের সুপারিশও ছিল। এরপরও তিনি শহীদ হবিবুর রহমান হলে উঠতে পারেননি। বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি মেসে থাকছেন। ভাড়া আড়াই হাজার, খাওয়াদাওয়া ও যাতায়াত মিলিয়ে মাসে তাঁর খরচ হচ্ছে চার হাজার টাকার মতো।
যুগান্তর
দলগুলোর মতবিরোধ গড়াল রাজপথে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতিতে উত্তাপ তত বাড়ছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অনৈক্যও দৃশ্যমান হচ্ছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ও বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচি দিয়েছে। যা আজ থেকে শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে নানা ইস্যুতে দলগুলোর মতবিরোধ গড়াল রাজপথে। এ পরিস্থিতিতে প্রায় সব মহলে আলোচনা হচ্ছে তবে কি দেশের রাজনীতি নতুন মেরুকরণের পথে চলেছে। বিশ্লেষকদের মতে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল হিসাবে দলগুলো কর্মসূচি দিয়ে থাকতে পারে। তারা বলছেন, পরিবর্তিত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ। একে অপরকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এজন্য সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যথায় বিভক্তি-বিভাজনের এই সুযোগ নেবে পরাজিত শক্তি।
বণিক বার্তা
৮ দিন ব্যাহত হতে পারে স্যাটেলাইট সেবা, সম্প্রচার বাধাগ্রস্তের শঙ্কা
টানা ৮ দিন ব্যাহত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১-এর সেবা। সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
যুগান্তর
শৃঙ্খলা ফেরানোর কাজে বিশৃঙ্খলা
রিকশার শহরখ্যাত রাজধানী ঢাকার বড় বিশৃঙ্খলার নাম রিকশা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রিকশার শৃঙ্খলা ফেরাতে নতুন করে ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা (ইলেকট্রিক-রিকশা) চালুর উদ্যোগ নিয়েছে। তবে ইতিবাচক এই উদ্যোগ বাস্তবায়নে বিরাজ করছে বিশৃঙ্খলা। পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে পদে পদে অনিয়ম করা হচ্ছে।
কালের কণ্ঠ
মাদক মাফিয়ার দৌরাত্ম্য বাড়ছে
দেশে মারণনেশা ইয়াবার পর নতুন নতুন মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে। মাদক ব্যবসায় বাড়ছে মাফিয়ার দৌরাত্ম্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র বলছে, মাদক মাফিয়ারা এই সর্বনাশা ব্যবসায় তরুণ শিক্ষার্থীদের বেছে নিচ্ছে।
নতুন মাদকদ্রব্যগুলোর মধ্যে একটি হলো ‘এমডিএমএ’, যা ‘মেথালাইন ডি-অক্সি মেথ-অ্যাম্ফিটামিন’।
বণিক বার্তা
ব্যাংকের বন্ধকি সম্পদের সত্যতা যাচাইয়ে এখনো ফরেনসিক অডিটের উদ্যোগ নেই
পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশে লুণ্ঠিত বেসরকারি ব্যাংকগুলোর একটি গ্লোবাল ইসলামী ব্যাংক। ভুয়া বিভিন্ন কোম্পানির নামে ব্যাংকটি থেকে বের করে নেয়া হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। এ ঋণের (বিনিয়োগ) বিপরীতে জমিসহ যেসব সম্পত্তি বন্ধক রাখা হয়েছিল, সেগুলোর বেশির ভাগই অস্তিত্বহীন। পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর ব্যাংকটির বন্ধকি সম্পদের নিরীক্ষা ও বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ নেয়া হয়েছিল। সে নিরীক্ষার তথ্য বলছে, চতুর্থ প্রজন্মের ব্যাংকটির হাতে জামানত হিসেবে থাকা সম্পত্তি বিক্রি করে কেবল ২৫-৩০ শতাংশ অর্থ আদায় সম্ভব।
কালবেলা
ডেমু ট্রেন কেনায় রাষ্ট্রের ক্ষতি ৬০০ কোটি টাকা
বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক মো. তোহিদুল আনোয়ার চৌধুরীসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অকার্যকর ও অনুপযোগী ডেমু ট্রেন কেনার প্রকল্পে ৫৯৮ কোটি ৮৪ লাখ ১৭ হাজার টাকার রাষ্ট্রীয় ক্ষতি সাধনের অভিযোগে এ মামলা করা হয়েছে। গতকাল বুধবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কালের কণ্ঠ
মর্যাদা হারানোর শঙ্কায় ক্ষুব্ধ শিক্ষার ১৯ হাজার কর্মকর্তা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) দুই ভাগ নিয়ে প্রচণ্ড বিতর্ক সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২৩ সালের দুটি অনুশাসন বা সুপারিশ বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। এতে শিক্ষা ক্যাডারের ১৯ হাজার কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা মর্যাদা হারানোর আশঙ্কা ব্যক্ত করেছেন।
সমকাল
গরমে দেশের ৬ কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে। গত বছর গরমে ভয়ংকর এক এপ্রিল দেখেছে বাংলাদেশ। ওই মাসে দেশের ইতিহাসে ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত টানা ৩৫ দিন তাপপ্রবাহে ধুঁকেছিল মানুষ। এক মাসের তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় কৃষি, শ্রম ও শিল্প উৎপাদন। শুধু তাই নয়, শতাধিক মানুষের মৃত্যুও ঘটে তীব্র গরমে।
কালবেলা
২২ বছর ধরে আয়কর দেয় না হলি ফ্যামিলি কলেজ ও হাসপাতাল
প্রায় বাইশ বছর ধরে আয়কর দেয় না হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। রেড ক্রিসেন্ট সোসাইটির কর অব্যাহতিকে প্রতিষ্ঠান দুটির আয়কর অব্যাহতি হিসেবে দাবি করে রিটার্ন জমা দিলেও আয়কর দিচ্ছে না। যদিও আয়কর আইনে আলাদা করে প্রতিষ্ঠান দুটির কর অব্যাহতির সুযোগ নেই। এ ছাড়া প্রতিষ্ঠানটির আয়ের অর্থ রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিলে জমাও হয় না। তাই প্রতিষ্ঠান দুটির আয়কর আদায় করতে উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর অঞ্চল। আর বিষয়টি আরও স্পষ্ট করতে এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড ব্যাখ্যাও চেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
