দেড় হাজার বেসরকারি কলেজে আইসিটি ল্যাব উন্নয়নে বড় উদ্যোগ

দেড় হাজারেরও বেশি বেসরকারি কলেজের আইসিটি ল্যাব উন্নয়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ‘তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন (৩য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এসব কলেজে আধুনিক কম্পিউটার ও অ্যাক্সেসরিজ সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় ই-জিপি পোর্টালে চারটি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে।
প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. মজিবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ই-জিপি সিস্টেম পোর্টালে (www.eprocure.gov.bd) এ-সংক্রান্ত দরপত্র প্রকাশ করা হয়েছে। চারটি পৃথক প্যাকেজ (GD139, GD140, GD141 ও GD142)-এ কম্পিউটার ও আইসিটি ল্যাবের অ্যাক্সেসরিজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
প্যাকেজগুলোর দরপত্র যথাক্রমে ২১, ২২, ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিকেল ৪টা ১ মিনিটে প্রকাশিত হয়। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর দুপুর ১টা ১ মিনিট এবং বন্ধ হবে বিকেল ৩টা ১ মিনিটে।
এতে আরও বলা হয়েছে, এটি একটি অনলাইন টেন্ডার প্রক্রিয়া। তাই জাতীয় ই-জিপি পোর্টালে নিবন্ধিত সরবরাহকারীরাই কেবল দরপত্র জমা দিতে পারবেন। অফলাইন বা হার্ডকপি গ্রহণযোগ্য হবে না। দরপত্র জমা দেওয়া ও অন্যান্য নির্দেশনা সম্পর্কিত বিস্তারিত তথ্য জাতীয় ই-জিপি পোর্টাল ও ই-জিপি হেল্পডেস্ক ([email protected]) থেকে জানা যাবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/বিআরইউ