‘রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প নগরজীবনে ভিন্ন মাত্রা যোগ করেছে’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের মতো বৃহৎ পরিসরের সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ এমন আবাসিক এলাকা নগরবাসীর জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজউক অডিটরিয়ামে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের বরাদ্দ প্রাপ্তদের মাঝে ফ্ল্যাট ও কার পার্কিং আইডি প্রদান-সংক্রান্ত লটারি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের মতো বৃহৎ পরিসরের সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধাসহ এমন আবাসিক এলাকা নগরবাসীর জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করে। আজকের এই লটারি সুষ্ঠুভাবে পরিচালনায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে রাজউক বদ্ধপরিকর। স্বচ্ছভাবে লটারি কার্যক্রম পরিচালনায় ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দ প্রাপকরাও সন্তুষ্ট হয়েছেন।
তিনি বলেন, উত্তরা ১৮নং সেক্টরে এপার্টমেন্ট প্রকল্পের 'এ' ব্লকে নির্মিত গ্রস ১৬৫৪ বর্গফুট আয়তনের সব পর্যায়ের বরাদ্দ প্রাপকদের মধ্যে ফ্ল্যাটের আইডি বরাদ্দ-সংক্রান্ত ১০ম লটারি ও প্রকল্পের কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত হলো।
রাজউকের পক্ষ থেকে জানানো হয়, লটারির স্বচ্ছতা বজায় রাখার জন্য অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক পর্যায়ের বাছাই শেষে লটারির ফলাফল প্রকাশিত হয়। এর পূর্বে উপস্থিত ফ্ল্যাট বরাদ্দ প্রত্যাশীদের মাধ্যমেই পর্যায় সংখ্যা নির্ধারণ করা হয়। রাজউক কর্তৃক আয়োজিত এই লটারির মাধ্যমে আজ ১৪৩টি ফ্ল্যাট ও ৫৪২টি কার পার্কিং আইডি বরাদ্দ প্রদান করা হয়। উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে মোট ৭৯টি ভবনে ৬৬৩৬টি ফ্ল্যাট রয়েছে। সমগ্র প্রকল্প এলাকার ৫৫% জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন এবং রাস্তার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি ভবনের রয়েছে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, বৃষ্টির পানি ধারণ, এ এল.পি গ্যাস সরবরাহের প্রযুক্তি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান, সদস্য (পরিকল্পনা) গিয়াস উদ্দিন, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হক প্রমুখ।
এএসএস/এএমকে