ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশানের নতুন ডিজি মেজবাহুল আলম

ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশানের মহাপরিচালক হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. মেজবাহুল আলম।
বুধবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের নিবন্ধক হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ শোয়েবুল আলম।
এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব বশির আহমেদকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য করা হয়েছে।
এসএইচআর/এমএইচএস