‘বিজ্ঞানী শমসের আলী দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন না’

ড. শমসের আলী একজন খ্যাতিমান বিজ্ঞানী। তিনি দেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবদুল মান্নান।
শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর যশোর ডিরেক্টরির নির্বাহী পরিষদ আয়োজিত পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. এম শমসের আলীর স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, ইব্রাহীম কার্ডিয়াক ও বারডেম হাসপাতালের প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. আব্দুর রশীদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম গোরা, ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর ডা. ফাতেমা আশরাফ প্রমুখ।
বক্তব্যে বিচারপতি আবদুল মান্নান বলেন, ‘ড. শমসের আলী একজন খ্যাতিমান বিজ্ঞানী ছিলেন। দেশের গণ্ডিতে তিনি সীমাবদ্ধ ছিলেন না। তার তিরোধানে সমাজ ও রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি যা বিশ্বাস করতেন, চিন্তা করতেন, অকপটে তা-ই বলতেন। গভীর দেশপ্রেম বোধ ছিল তার আদর্শ।’
প্রফেসর আব্দুল মজিদ বলেন, ড. এম শমসের আলী উঁচু মাপের বিজ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোতে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা হওয়া উচিত। তাহলে তরুণ সমাজ তার কর্মের মাধ্যমে বড় হওয়ার স্বপ্ন দেখতে পারবে। তিনি ছিলেন ন্যায়, সাম্য ও ইনসাফের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠনের চিন্তক।
প্রফেসর আব্দুর রশীদ বলেন, ‘ড. শমসের আলীর কর্ম পৃথিবীর মানুষের জন্য। তিনি কোনো এলাকার সম্পদ ছিলেন না। তার কর্মের ওপর গবেষণা হওয়া প্রয়োজন। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা মনিষী, ভালো বক্তা ও ইসলামি চিন্তাবিদ।’
মাহবুবুল আলম গোরা বলেন, ‘ড. শমসের আলী ছিলেন হীরকদ্যুতির মানুষ, পরমাণু বিজ্ঞানী, কৃতি অধ্যাপক ও গণমাধ্যম বক্তা। বিজ্ঞান ও ধর্মকে এক সমান্তরালে এনে তিনি কথা বলতেন। তার উপস্থাপনা ছিল অসাধারণ। তাকে নিয়ে একটি স্মারক গ্রন্থ বের করা উচিত।’
ওএফএ/এসএসএইচ