অবৈধ সীমান্ত অতিক্রম করে প্রবেশকারীদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রবেশের বিষয়ে সতর্ক করেছে। দেশটি জানিয়েছে, এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এ সতর্কবার্তা জারি করেছে।
আরও পড়ুন
সেখানে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে বাস্তুচ্যুতি, শোষণ এবং প্রাণহানির মতো ঘটনা বন্ধ করা হচ্ছে। একইসঙ্গে অবৈধ অভিবাসনের অবসান সবার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করছে।
এনআই/এসএসএইচ