মোহাম্মদপুরে ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে থানার লুট হওয়া শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তারেরে পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এ সব অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন—সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।
আরও পড়ুন
সেনাবাহিনী জানায়, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি ককটেল ও ধারালো অস্ত্রও জব্দ করা হয়।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, সন্ত্রাস দমনে সেনাবাহিনী সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এসএএ/এআইএস