বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

চট্টগ্রামের আনোয়ারা উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে মো. আরিফ (২২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফ রায়পুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। পরিবার নিয়ে জুঁইদন্ডী এলাকায় বসবাস করতেন আরিফ। দীর্ঘদিন ধরে মাছ ধরার পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে চারজন জেলে নিয়ে একটি কাঠের নৌকা বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে রওনা দেয়। নৌকায় উঠার সময় হঠাৎ পা পিছলে আরিফ পানিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা উদ্ধার চেষ্টা চালালেও পানির স্রোতে তিনি দ্রুত তলিয়ে যান। পরে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানা পুলিশকে অবহিত করে।
নিখোঁজ জেলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী মাছ ধরেই সংসার চালাতো। আমার দুই বছরের বাচ্চা আছে। ওকে ছাড়া আমি কীভাবে বাঁচবো?
বাংলাদেশ কোস্টগার্ড সাঙ্গু জোনের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ বলেন, আমরা খবর পেয়েছি। যত দ্রুত সম্ভব নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।
এমআর/এমএন