চকবাজারে ছুরিকাঘাতে আহত প্লাস্টিক কারখানা শ্রমিকের মৃত্যু

রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে আহত এক প্লাস্টিক কারখানার কর্মচারী মারা গেছেন। নিহতের নাম আমিরলাল সরদার (৩৫)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মিটফোর্ড কালীবাড়ি এলাকার একটি গোডাউনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
আমিরলালের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে। তিনি তালেব সরদারের ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে পরিবার চালাতেন তিনি।
নিহতের চাচাতো ভাই জসিম সরদার জানান, আমিরলাল ইসলামবাগে আমির হোসেনের প্লাস্টিক কারখানায় কাজ করতেন এবং মিটফোর্ড কালীবাড়ি এলাকার গোডাউনে সহকর্মী হেলালের সঙ্গে থাকতেন। শুক্রবার সকালে মালিক গোডাউনে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে হেলাল পলাতক। পরিবারের ধারণা, হেলালই তাকে ছুরিকাঘাত করেছে। হেলালকে ধরতে পারলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সহকর্মীর সঙ্গে কোনো কারণে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হেলালকে গ্রেপ্তার করতে পারলে প্রকৃত কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এআইএস