বিরক্ত ইলিশ পথ বদলাচ্ছে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ধর্ষণের ৪৪ শতাংশ মামলা তদন্তে প্রমাণিত হয়নি
রাজধানীর নিম্নবিত্ত পরিবারের ৫–৬ বছরের একটি মেয়েশিশু ২০২১ সালে প্রতিবেশীর মাধ্যমে ধর্ষণের শিকার হয়। মামলার তদন্ত পর্যায়ে শিশুটির বাবা বলেন, তিনি মামলা চালাতে চান না। কারণ, সামাজিকভাবে তিনি লোকলজ্জায় পড়েছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন, ধর্ষণের মামলা আপসযোগ্য না। চাইলেই এ ধরনের মামলা তুলে নেওয়া যায় না। কিন্তু মেয়েটির বাবা সিদ্ধান্তে অনড়। তিন দফা নোটিশ পাঠানোর পরও তিনি থানায় হাজির হননি। শেষ পর্যন্ত এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা (আইও)। প্রতিবেদনে লেখা হয়, ‘ফাইনাল রিপোর্ট–ট্রু’ (চূড়ান্ত প্রতিবেদন–সত্য)।
বণিক বার্তা
চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে ব্যয় গ্যাস কূপ খনন ও জরিপে বরাদ্দের ৫১ গুণ
দেশে গ্যাসের সরবরাহ সংকট মেটাতে ২০২৫-২৬ অর্থবছরে মোট ১১৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কার্গো আমদানির পরিকল্পনা করেছে পেট্রোবাংলা। এ পরিমাণ কার্গো আমদানিতে অর্থবছরে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় ৫৮ হাজার কোটি টাকা। অন্যদিকে স্থানীয় গ্যাস অনুসন্ধান জরিপ এবং কূপ খননে চলতি ও নতুন প্রকল্পে এডিপিতে মোট বরাদ্দ রয়েছে ১ হাজার ১২৯ কোটি টাকা। এ হিসাবে চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে ব্যয় স্থানীয় গ্যাস অনুসন্ধান জরিপ ও কূপ খননে বরাদ্দের ৫১ গুণ। পেট্রোবাংলার এলএনজি আমদানি ব্যয়ের প্রাক্কলন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের এডিপিতে গ্যাস কূপ খনন ও অনুসন্ধান জরিপ প্রকল্পে বরাদ্দ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
কালের কণ্ঠ
১৩ মাসে ৪০ হাজার মামলা
দেশে হত্যা, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি—এই সাত ধরনের অপরাধ বেড়েছে। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১৩ মাসে এসব অপরাধমূলক ঘটনায় সারা দেশে ৩৯ হাজার ৯৩৬টি মামলা হয়েছে। এই হিসাবে প্রতি মাসে মামলা তিন হাজার ৭২টি। প্রতিদিন মামলা ১০২টি।
সমকাল
বিরক্ত ইলিশ পথ বদলাচ্ছে
বর্ষা বিদায় নিলেও লঘুচাপের কারণে ঝরছে ইলশেগুঁড়ি বৃষ্টি। এমন বর্ষণে বাড়ে ইলিশের আনাগোনা। তবে ভরা এই মৌসুমেও সাধারণ মানুষের পাতে উঠছে না স্বাদের ইলিশ। একদিকে কাঙ্ক্ষিত উৎপাদনে ধাক্কা, অন্যদিকে বাজারে দাম বাড়ার কারণে রুপালি ইলিশ এবার অনেকের কাছে ‘দুর্লভ’!
প্রথম আলো
বিএনপি ও জামায়াতের টানাপোড়েনে এনসিপির ভাবনায় নতুন মোর্চা
এনসিপি আগামী নির্বাচনে একা নাকি জোটগতভাবে অংশ নেবে; বিএনপি বা জামায়াতের আসন সমঝোতায় যাবে নাকি আলাদা জোট করবে—এ নিয়ে রাজনীতিতে নানা আলোচনা রয়েছে।
দলটির ভেতরের সূত্রগুলো বলছে, বিএনপি ও জামায়াতে ইসলামী—দুই দলের সঙ্গেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যোগাযোগ রয়েছে। কিন্তু পথচলার শুরুতেই দলটি কোনো বড় দল বা মতের ‘ট্যাগ’ গায়ে লাগাতে চায় না। তারা ‘মধ্যপন্থী’ দল হিসেবে নিজেদের পরিচিতি দাঁড় করিয়ে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায়। এমন চিন্তা থেকে সমমনা বা কাছাকাছি মনোভাবের বিভিন্ন দলকে নিয়ে পৃথক নির্বাচনী মোর্চা করার কথা ভাবছে তারা।
কালের কণ্ঠ
হেনস্তা করে চুল-দাড়ি কেটে দেওয়ার পর বিমর্ষ হালিম ফকির
হেনস্তা করে চুল-দাড়ি কেটে দেওয়ার পর থেকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হালিম উদ্দিন আকন্দ (৭০)। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে তাঁর বাড়ি। এলাকায় তিনি হালিম ফকির নামে পরিচিত। তিনজন মিলে হেনস্তা করে তাঁর চুল-দাড়ি কাটার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তিনি এখন অনেকের কাছে পরিচিত।
আরও পড়ুন
বণিক বার্তা
হুমকিতে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের নিষ্কাশন ব্যবস্থা
রাজধানীবাসীর পয়োবর্জ্য পরিশোধন করে তা বালু নদে নিষ্কাশনের লক্ষ্যে ২০২৩ সালে দাশেরকান্দিতে চালু হয় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও আধুনিক সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি)। কিন্তু শুরু থেকেই সংযোগ লাইন না থাকায় এ বৃহৎ প্রকল্প আওতাভুক্ত এলাকার মাত্র এক-চতুর্থাংশ বর্জ্য পরিশোধন করতে পারছে। লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ এলাকাই এখনো এর আওতার বাইরে। এর মধ্যেই শোধনাগারটি পড়েছে নতুন হুমকিতে। বালু নদের দুই পাড়ে অবৈধ দখল ও পলি জমে গভীরতা কমে গেছে, সংযুক্ত খালগুলো ভরাট হয়ে প্রায় বন্ধ হয়ে এসেছে প্রবাহ। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ অবস্থা অব্যাহত থাকলে শোধিত বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাই একসময় অচল হয়ে পড়বে, ফলে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ বিশাল অবকাঠামো কার্যত অকেজো হয়ে যাবে।
প্রথম আলো
চাকরির জন্য আত্মীয়স্বজন, বন্ধুদের অনুরোধ করেন ৩৬% বেকার, বিবিএসের জরিপের তথ্য
বেকার তরুণ-তরুণীরা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের মাধ্যমেই বেশি চাকরি খোঁজেন। তাঁরা মনে করেন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনই তাঁদের কাঙ্ক্ষিত চাকরি দিতে পারবেন। তাই চাকরির বাজারে আত্মীয়স্বজন, বন্ধুরাই সবচেয়ে বেশি আস্থার জায়গা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুসারে, চাকরির জন্য আত্মীয় ও বন্ধুদের অনুরোধ করেছেন প্রায় ৩৬ শতাংশ চাকরিপ্রত্যাশী। অর্থাৎ প্রতিজন বেকারের একজনই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের মাধ্যমে চাকরি খোঁজেন। আর সংবাদপত্রের বিজ্ঞাপনের মাধ্যমে চাকরি খুঁজেছেন প্রায় ২৬ শতাংশ প্রত্যাশী। আর প্রায় ১২ শতাংশ চাকরিপ্রত্যাশী সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাকরি চেয়েছেন।
বণিক বার্তা
চিহ্নিত হলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, নির্বাচনী নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা
নিম্ন ও মধ্য আয়ের মানুষের বসবাস বেশি রাজধানীর মিরপুরে। ঘনবসতিপূর্ণ এ এলাকায় মব, মাদক, ছিনতাইসহ নানা অপরাধে তৎপর রয়েছে ১৭২ জন কিশোর অপরাধী। তারা সবাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে চিহ্নিত। শুধু মিরপুরই নয়, পুরো রাজধানীজুড়ে সক্রিয় ৬৮২ জন কিশোর অপরাধীকে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এসব অপরাধীকে নিয়ন্ত্রণে আনতে পারছে না আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে এসব এলাকায় অপরাধ বেড়েই চলেছে। ঢাকার মতো সারা দেশেই বিস্তার বেড়েছে কিশোর অপরাধীদের। সারা দেশে তাদের সংখ্যা প্রায় দুই হাজার। এসব চিহ্নিত কিশোর অপরাধীই আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ঝুঁকির বড় কারণ হয়ে উঠতে পারে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা।
দেশ রূপান্তর
নয়া বাঁকে বিদেশ সম্পর্ক
পাশের দেশ ভারত ও একটু দূরের দেশ চীনের সঙ্গে ১৬ বছরে দুটি ভিন্নমাত্রার ভালো সম্পর্ক গড়ে তোলে শেখ হাসিনার সরকার। ভারতের সঙ্গে রাজনৈতিক পর্যায়ে গড়ে ওঠা এ সম্পর্ক অনেকটা মাখামাখিতে গড়ায়, যেটিকে দেশটির নেতারা দ্বিপক্ষীয় সম্পর্কের ‘সোনালি অধ্যায়’ হিসেবে গণ্য করেন। অন্যদিকে, এশিয়ায় ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হয়ে ওঠে প্রধানত অর্থনৈতিক নির্ভরতার। এর বাইরে একমাত্র ব্যতিক্রম পাকিস্তান ছাড়া বৈদেশিক সম্পর্কের অন্য দিকগুলো কমবেশি স্বাভাবিক পথেই চলতে থাকে।
আজকের পত্রিকা
পলাতক আসামি ও লুটের অস্ত্রে বাড়ছে আতঙ্ক
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালপুর গ্রামে মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয় গত ২২ আগস্ট। এর দুই দিন পরই ২৫ আগস্ট ওই ক্যাম্পে হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ সময় তারা পুলিশের দিকে শতাধিক গুলি ও ককটেল ছোড়ে। এ ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে দুটি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা অস্ত্রের একটি পুলিশের বলে শনাক্ত হয়েছে, যেটি থানা লুটের কারণে সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছিল। র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেন, উদ্ধার করা একটি অস্ত্র পুলিশের কাছ থেকে লুট হওয়া। সেটির সিরিয়াল নম্বর পরিবর্তন করা হয়েছিল, যাতে শনাক্ত না হয়।
দেশ রূপান্তর
৫ লাখের ‘অভাবে’ কোটি টাকার গচ্চা
নেত্রকোনার দুর্গাপুরের মাছচাষি এনায়েত উল্লাহ। ভোরে ময়মনসিংহ থেকে কিনে আনলেন রুই, কাতলাসহ বিভিন্ন মাছের পোনা। কারণ, নিজ উপজেলা দুর্গাপুরের সরকারি মৎস্যবীজ উৎপাদন কেন্দ্রটি প্রায় দুই দশক ধরে বন্ধ। ফলে তার সময়, খরচ ও পরিশ্রম বেড়েছে কয়েকগুণ। ১২ কেজি মাছের পোনা আনার পথে ধকল সইতে না পেরে মারা গেছে দুই কেজির বেশি পোনা।
সমকাল
আ.লীগ, জাপার ৫৭ আসনে বিএনপির বিশেষ নজর
টানা চার নির্বাচনে জয়লাভ করতে পারেনি– এমন ৫৭টি আসন নিয়ে বিশেষভাবে কাজ করছে বিএনপি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এসব আসনের ভোটের চিত্র কী হতে পারে, তা বিশ্লেষণ করছেন দলের দায়িত্বপ্রাপ্তরা। এ আসনগুলোয় দলের প্রার্থী নির্বাচনে তৃণমূল নেতাদের মতামতকে অগ্রাধিকার দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালের কণ্ঠ
পর্যটক খরায় অস্তিত্ব সংকটে পর্যটন
প্রকৃতি অকৃপণভাবে সাজিয়েছে বাংলাদেশকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ বন, পাহাড় আর সবুজ উপত্যকা, সাংস্কৃতিক ঐতিহ্য—সবই আছে। কিন্তু নেই বিদেশি পর্যটক। আশার কথা শুনিয়েই দায় সারছেন নীতিনির্ধারকরা, আর অন্যদিকে ব্যবসা গুটিয়ে নেওয়ার পথে হাঁটছেন উদ্যোক্তারা।
যুগান্তর
বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেতিবাচক
দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখার মূল চালিকাশক্তি বেসরকারি খাতের ঋণপ্রবাহে এক রকম স্থবিরতা নেমে এসেছে। আগে এ খাতে ঋণপ্রবাহে নিম্নমুখী কিছু প্রবৃদ্ধি হতো। তবে এর হার ছিল রেকর্ড পরিমাণে কম। আর এখন ঋণপ্রবাহ বাড়ছে না; বরং কমছে। পাঁচ মাস পর বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধির হার ফের নেতিবাচক পর্যায়ে নেমে গেছে। গত জুনের তুলনায় জুলাইয়ে ঋণপ্রবাহে কোনো প্রবৃদ্ধি হয়নি। আগের মাসগুলোতে প্রবৃদ্ধি কম হলেও এবার প্রবৃদ্ধি নেতিবাচক পর্যায়ে চলে গেছে। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ও গত বছরের জুলাইয়েও নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
কালবেলা
আল্পনা হল এখন ‘মার্কাজ মসজিদ’
নড়াইলের কালিয়ায় বন্ধ হয়ে যাওয়া একসময়ের সুখ্যাত ‘আল্পনা’ সিনেমা হলের জরাজীর্ণ ভবনের সামনে টাঙানো হয়েছে ‘কালিয়া উপজেলা তাবলিগি মার্কাজ মসজিদ’ নামে একটি ব্যানার। গত বুধবার দুপুরের দিকে ব্যানারটি টানিয়েছেন ‘আলমী শুরায়ী নেজাম’ নামে একটি সংগঠন। বর্তমানে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করছেন তারা।
