রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে গরমের অনুভূতি

রাতে রাজধানী ঢাকায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। তবে রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ায় গরম ও আর্দ্রতার অস্বস্তিকর অনুভূতি কিছুটা বাড়তে পারে।
আজ (শনিবার) রাতে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এসময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গত ছয় ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আগামীকাল (রোববার) সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে।
• আজকের আবহাওয়া লাইভ (Ajker Weather Live) আপডেটসহ আগামীকালের আবহাওয়া কেমন থাকবে?
অন্যদিকে, আজ রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরএইচটি/এনএফ