নিখোঁজ যুবক ফাহাদ সুলাইমানের সন্ধান চায় পুলিশ

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ফাহাদ সুলাইমান নামের ২৮ বছরের এক যুবক নিখোঁজ হয়েছে। তার সন্ধান চেয়ে সহযোগিতা চেয়েছে পুলিশ।
নিখোঁজ ফাহাদের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। তিনি সুঠাম স্বাস্থ্যের অধিকারী। হলুদ রংয়ের গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট পরিহিত ছিলেন।
আরও পড়ুন
কদমতলী থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ফাহাদ সুলাইমান গত ২৫ সেপ্টেম্বর দুপুর অনুমানিক ২টায় ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুর এলাকার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায় এবং এখনো ফিরে আসেনি। সে কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিল। নিখোঁজের পর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজখবর নেওয়া হয়েছে কিন্তু সন্ধান মেলেনি। পরে তার বড় ভাই কদমতলী থানায় একটি নিখোঁজ জিডি করেন, যার জিডি নম্বর-২০৯৪, তারিখ-২৫/০৯/২০২৫ খ্রি.।
কেউ নিখোঁজ ফাহাদ সুলাইমানের সন্ধান জেনে থাকলে কদমতলী থানার তদন্তকারী কর্মকর্তার (০১৭১৬-৭৮৮৯৮৯) নম্বরে অথবা কদমতলী থানার ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৫৭২) নম্বরে অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
জেইউ/এসএসএইচ