পূর্বাচলে ফায়ার স্টেশনের জমিতে রিসোর্ট

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করতে পারে কমিশন
জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে দুটি বিকল্প সুপারিশ দেওয়ার কথা বিবেচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। একটি হলো জুলাই সনদ নিয়ে ‘সংবিধান আদেশ’ জারি করে তার ভিত্তিতে গণভোট করা। অন্যটি হলো আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়া। এ ক্ষেত্রে নিয়মিত কাজের পাশাপাশি ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করবে আগামী জাতীয় সংসদ। জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
আজকের পত্রিকা
আইনি পথেই নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ
ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের মাস ছয়েক পর দলটি নিষিদ্ধের দাবিতে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়। এর জেরে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দিকে এগোচ্ছেন সরকারের নীতিনির্ধারকেরা।
প্রথম আলো
পূর্বাচলে ফায়ার স্টেশনের জমিতে রিসোর্ট
ফায়ার স্টেশন করার কথা বলে জমি নিয়ে তাতে রিসোর্ট নির্মাণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সেই রিসোর্ট পরিচালনা করে একটি বেসরকারি প্রতিষ্ঠান। রিসোর্টে থাকা-খাওয়া, বিয়ে, গায়েহলুদসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রয়েছে।
আজকের পত্রিকা
কাজের সংকট, বৈষম্য বাড়ার শঙ্কা
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা থাকলেও বড় উদ্বেগ রয়ে গেছে কর্মসংস্থান সংকোচন এবং দারিদ্র্যের হার বৃদ্ধিতে; মূল্যস্ফীতির স্তর এখনো উচ্চপর্যায়ে রয়ে গেছে। এতে দীর্ঘ মেয়াদে বৈষম্য বাড়ার আশঙ্কা আছে। গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংক জানাল এমন তথ্য। সংস্থাটির ‘বাংলাদেশ আপডেট’ শীর্ষক প্রতিবেদন বলছে, তাদের অনুমান অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি বেড়ে হতে পারে ৪ দশমিক ৮ শতাংশ আর পরের অর্থবছরে তা বেড়ে ৬ দশমিক ৩ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সিনিয়র অর্থনীতিবিদ নাজমুস সাদাত খান প্রতিবেদনটি উপস্থাপন করেন।
কালের কণ্ঠ
মশায় নাগরিক দুর্দশা চরমে
রাজধানীতে মশার উপদ্রব লাগামহীন। মশা মারতে ‘কামান দাগানো’র মতো হাজার কোটি টাকা খরচেও রাজধানীবাসীর জন্য তা স্বস্তি এনে দিতে পারেনি। উল্টো মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষের জীবন চলে যাচ্ছে ‘কচু পাতার পানি’র মতো। এখানে একটি ছোট মশা নগরবাসীর জীবন বিপন্ন করে তুলছে।
আরও পড়ুন
ইত্তেফাক
গণভোট কখন ও পিআর ইস্যুতেই প্রধান জটিলতা
গণভোটের মাধ্যমে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। ঐকমত্য কমিশনের সঙ্গে সর্বশেষ রবিবারের বৈঠকে এবিষয়ে দলগুলো মতৈক্যে পৌঁছায়। তবে, গণভোট কখন- সংসদ নির্বাচনের সঙ্গেই নাকি এর আগে; সংসদের উভয় কক্ষে নাকি শুধু উচ্চকক্ষে পি আর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করা হবে নাকি হবে না; মোটা দাগে এখন এই তিন ইস্যুতেই আটকে আছে দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়া না হওয়া।
কালের কণ্ঠ
বিনিয়োগে ধাক্কা, অর্থনীতিতে মন্দার ছায়া
অর্থবছরের শুরুতে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান, রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদের হার এবং লাগামহীন মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের অর্থনীতি ২০২৪-২৫ অর্থবছরে বড় ধাক্কা খেয়েছে। সার্বিক প্রবৃদ্ধি গত বছরের ৪.২ শতাংশ থেকে কমে ৪ শতাংশে নেমে এসেছে, যা এক দশকের মধ্যে অন্যতম নিম্নস্তর। উৎপাদন ব্যয় বৃদ্ধি, ঋণ সংকট, ব্যাংক খাতের অনিশ্চয়তা এবং নতুন প্রকল্পে বিনিয়োগের অনীহা অর্থনীতির গতি শ্লথ করে দিয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
যুগান্তর
আ.লীগের বিচার প্রক্রিয়া শুরু
জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে তদন্তও শুরু হয়ে গেছে। কর্মকর্তা দ্রুত এ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন। প্রতিবেদন পাওয়া সাপেক্ষে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের বিচারের ব্যাপারে আগেরই আবেদন ছিল। যেহেতু সব আবেদন একসঙ্গে নিষ্পত্তি করা সম্ভব না, তাই ক্রমান্বয়ে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এছাড়া আদালতে সাক্ষীদের দেওয়া বিভিন্ন জবানবন্দি এক্ষেত্রে আনুষ্ঠানিক দলিল হিসাবে কাজ করবে। সাক্ষ্যগুলো অন্যতম প্রমাণ হিসাবে গণ্য হবে। এছাড়া এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রাশেদুল ইসলাম (৪৬)।
বণিক বার্তা
চার বছরের মধ্যে এবার সর্বোচ্চে পৌঁছবে দারিদ্র্যের হার
বাংলাদেশের দারিদ্র্যের হার ২০২৪ সালের তুলনায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে চলতি বছর ২১ দশমিক ২ শতাংশে পৌঁছবে, যা কভিড-পরবর্তী সময় তথা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে দেশের শ্রমবাজারের দুর্বল চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬০ দশমিক ৯ শতাংশ থেকে ৫৮ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ দেশে কর্মক্ষম জনশক্তির মধ্যে যারা কর্মে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে প্রায় ৩০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। যার মধ্যে প্রায় ২৪ লাখই নারী। এ পরিস্থিতিতে কর্মসংস্থান ও কর্মক্ষম জনসংখ্যার অনুপাত ২ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমে ৫৬ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।
কালবেলা
দেশের ক্রিকেটে অশনিসংকেত
মঙ্গলবার প্রথম সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সেই সভায় গঠিত স্ট্যান্ডিং কমিটির কোনোটিতেই জায়গা হয়নি সাবেক সভাপতি ফারুক আহমেদের, যা কিনা অস্বাভাবিকই ঠেকেছে অনেকের কাছে। অথচ বোর্ড পরিচালনা পর্ষদে নির্বাচিতদের মাঝে এমন অনেকে আছেন, ক্রিকেট সংগঠক হিসেবে দক্ষতা প্রায় শূন্যের কোঠায়, পরিচিতিও সামান্যতম। অনভিজ্ঞদের নিয়ে গড়া এমন বোর্ডকেই মোকাবিলা করতে হবে ঘরোয়া ক্রিকেটে শক্ত এক প্রতিপক্ষকে।
বণিক বার্তা
যমুনায় ৩০০ মিটারের মধ্যে দুই সেতু, কাছাকাছি দূরত্বে আরো একটি নির্মাণের উদ্যোগ
যমুনা বহুমুখী সেতুর মাত্র ৩০০ মিটার উজানে চলতি বছর চালু হয় নতুন এক রেল সেতু। এবার এ দুই সেতুর কাছাকাছি দূরত্বেই আরো একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকারের সেতু বিভাগ। নতুন সেতুর সম্ভাব্য সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠানও নিযুক্ত করা হয়েছে। সেতু বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ সমীক্ষার মাধ্যমে নতুন সেতুর সম্ভাব্য স্থান, কারিগরি চ্যালেঞ্জ, অর্থনৈতিক প্রভাব এবং পরিবেশগত বিভিন্ন দিক নিবিড়ভাবে বিশ্লেষণ করা হবে।
সমকাল
হুন্ডি ব্যবসায় ব্যাংকের এমডি, সম্পদ শত কোটি টাকার
রাজধানীর গুলিস্তানে সুইমিংপুল স্টেডিয়াম মার্কেটের পেছনের অংশে এবি ইলেকট্রনিকস নামে ছোট্ট একটি দোকান। সেখানে ইলেকট্রনিক পণ্য সারাইয়ের কাজ হয়। কাছেই সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা। এই শাখায় খোলা দোকানটির হিসাবে লেনদেন হয়েছে ৬৫৬ কোটি টাকা।
