দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা শুরু হয়।
৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য হয়নি। এ কারণে আটকে আছে জুলাই সনদ। বাস্তবায়নের উপায় ঠিক করতে এর আগে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে কমিশন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন আলোচনা হলেও ঐকমত্য হয়নি।
তবে গত ৫ অক্টোবর গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করে। গণভোট কখন কীভাবে হবে তা নিয়ে আজ আলোচনা হবে।
আরও পড়ুন
কমিশন সূত্র জানায়, ১৫ অক্টোবরের মধ্যে দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদকে পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন।
বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদারসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
এমএসআই/এমএন