সাবের হোসেনের বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক যেভাবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন নরডিক রাষ্ট্রদূতের বৈঠককে ‘ব্যক্তির’ বাসায় বৈঠক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, এটা বরং আমরা এভাবে দেখি, তারা একজন ব্যক্তির বাসায় গেছেন। তিনি যদি অপরাধী হতেন অবশ্যই তাকে হেফাজতে রাখা হতো, এটাতো হয় নাই। আর রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন। তবে তারা কি নিয়ে কথাবার্তা বলেছেন, সেটার ফলাফল নিয়ে বিতর্ক চলতে থাকতে পারে। এমনিতে গেছেন তারা, এটা নিয়ে তাদের আমার বলার কিছু নাই।
আরও পড়ুন
এ সময় কূটনীতিক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, আমি কিন্তু কলকাতায় রাষ্ট্রদূত না এক ধাপ নিচে ছিলাম। কিন্তু আমি যে কারও বাসায় গেছি, কোনো সমস্যা হয় নাই।
এনআই/এসএম