ডিপিডিসির চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি

ঠিকাদারি প্রথা বাতিল, সব সরকারি আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের চাকরির নিশ্চয়তা, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে ডিপিডিসি আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।
শনিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমি জানতে পেরেছি গতকাল (শুক্রবার) রাতে এই আন্দোলনের দুইজনে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিপূর্ণ একটি আন্দোলনকে অস্থিতিশীল করা কোনোভাবেই ঠিক নয়। অবিলম্বে এই নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে।
আরও পড়ুন

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই আউটসোর্সিংয়ের জন্য একটি নীতিমালা তৈরি করেছে। সেই নীতিমালার একটি নিয়ম হচ্ছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কাউকে ছাঁটাই করা যাবে না। অথচ গত কয়েক মাসে অনেককেই ছাঁটাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং অনেকেই ছাঁটাই করা হয়েছে। সরকারের নীতিমালা যে অনুসরণ করা হচ্ছে না, তার দায় কিন্তু সরকারকেই নিতে হবে।
সাকি বলেন, আউটসোর্সিং কর্মীরা বেতন না পাওয়ায় তাদের পরিবার চালাতে কষ্ট হচ্ছে। তারা তাদের দাবি নিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাস্তায় নেমেছেন, সুতরাং এটা কোনো ষড়যন্ত্র নয়। আন্দোলনকারীদের বলতে চাই, কোনো স্বার্থান্বেষী মহল যাতে আপনাদের প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে আপনার সচেতন থাকবেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা সরকারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, আপনারা যদি আন্দোলন স্থগিত করেন, তাহলে তারা দাবি-দাওয়াগুলো বিবেচনা করে দেখবেন। ইতোমধ্যে আউটসোর্সিংয়ের কর্মীরা সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন। কিন্তু তাদের সঙ্গে যদি আবার অন্যায় করা হয়, তাহলে তারা বাড়িতে বসে থাকতে পারবে না। সরকারের কাছে বলতে চাই, তাদের দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়ন করা হোক।
ওএফএ/এসএসএইচ