সারের নতুন নীতিমালা প্রস্তুত, ঠেকাতে তৎপর পুরোনো চক্র

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল
১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে, গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু আজ শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তা দুই দিন পেছানোর কথা জানানো হয়েছে।
সমকাল
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারির পরিকল্পনা নেই: প্রেস সচিব
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।
শনিবার বাসসকে প্রেস সচিব বলেন, ‘আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি, এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই।’
প্রথম আলো
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ: কর্তৃপক্ষের অবাধ ক্ষমতায় অপব্যবহারের ঝুঁকি
অন্তর্বর্তী সরকার অনুমোদিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় ব্যক্তির উপাত্তের ওপর অধিকার এবং তা ব্যবহারের বিধান রাখা হয়েছে। তবে বহুল আলোচিত এই অধ্যাদেশের অনুমোদিত খসড়ায়ও সরকারের নির্বাহী বিভাগের অবাধ ক্ষমতা রয়ে গেছে, যাতে অপব্যবহারের ঝুঁকি তৈরি হবে।
আরও পড়ুন
সমকাল
সারের নতুন নীতিমালা প্রস্তুত, ঠেকাতে তৎপর পুরোনো চক্র
অন্তর্বর্তী সরকারের আমলেও সারের বাজার পুরোনো চক্রের হাতে। পরিবহন ঠিকাদার ও ডিলারের এই চক্র অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। এ কারণে বেশি দামে সার কিনতে বাধ্য হন কৃষক। চক্র ভাঙতে সরকার সংশোধন করেছে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’। আগামী জানুয়ারি থেকে কার্যকর হতে পারে নতুন নীতিমালা। এর মধ্য দিয়ে সার ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে বলে মনে করছেন কৃষি খাতের সংশ্লিষ্টরা।
প্রথম আলো
চট্টগ্রাম বন্দর ব্যবহারে খরচ বাড়ছে, কোন পণ্যে দাম কত বাড়তে পারে
ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে আগামী মঙ্গলবার রাত ১২টার পর থেকে চট্টগ্রাম বন্দরের নতুন বাড়তি মাশুল কার্যকর হচ্ছে। প্রায় ৪১ শতাংশ হারে বাড়ানো হয়েছে নতুন মাশুল। বিভিন্ন সমীক্ষা পর্যালোচনা করে দেখা গেছে, নতুন মাশুল কার্যকরের পর এ অঞ্চলে ব্যয়বহুল বন্দরে পরিণত হবে চট্টগ্রাম বন্দর।
ইত্তেফাক
জুলাই সনদে স্বাক্ষরের জন্য সব দল নাম দিয়েছে
আগামী ১৫ অক্টোবর বুধবার নয়, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান হবে ১৭ অক্টোবর শুক্রবার। ওইদিন বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান হবে।
দ্য ডেইলি স্টার
বিসিসিআই + ইসিবি + সিএ = বিসিবি!
গত বছর বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর কয়েক মাসেও কার্যকরী স্থায়ী কমিটি দিতে পারছিলেন না ফারুক আহমেদ। কারণ হিসেবে তখন জানিয়েছিলেন, রাজনৈতিক পটভূমিকায় বেশ কজন পরিচালক পদত্যাগ করে চলে যাওয়ায় অল্প লোক দিয়ে চলছেন তিনি। তাই কমিটিগুলো সাজাতে পারছেন না। তখনো তার বোর্ডে পরিচালক হিসেবে ছিলেন ১০ জন। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নতুন মেয়াদে নির্বাচিত হওয়ার পর এক প্রশ্নের জবাবে বলেন, কাজের চাপে তারা হয়রান, ২৪ ঘণ্টার বদলে দিনটা ৩৩ ঘণ্টা হলে নাকি সুবিধা হতো।
বণিক বার্তা
এলপিজিকে সাশ্রয়ী করতে হলে সরকারি নীতি সমর্থনের পাশাপাশি গড়ে তুলতে হবে অবকাঠামোও
দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ সীমিত এবং তা দ্রুত কমে আসছে। বিপরীতে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত ও গৃহস্থালিতে ব্যবহারের জন্য আমদানীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরশীলতা বাড়ছে। আবার অবকাঠামোগত দুর্বলতার কারণে এলএনজি আমদানিতে রয়েছে সীমাবদ্ধতা। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এমন পরিপ্রেক্ষিতে দেশে গ্যাসের চাহিদা পূরণে ভালো বিকল্প হতে পারে এলপিজি। তবে বাংলাদেশে এলপিজির দাম বেশি এবং তা এলপিজি খাতের সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি করছে। প্রয়োজনীয় সরকারি নীতিসহায়তা এবং আমদানি ও সরবরাহের জন্য উপযোগী অবকাঠামো গড়ে তোলা গেলে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ করা সম্ভব। গতকাল বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে এসব কথা বলেন বক্তারা। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কনক্লেভ অনুষ্ঠিত হয়।
যুগান্তর
চিলমারী বন্দর প্রকল্পের পালে হাওয়া
আব্বাস উদ্দিনের কালজয়ী গান ওকি গাড়িয়াল ভাই ... হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে ...। সেই হারিয়ে যাওয়া বন্দরের ঐতিহ্য ফেরানোর চেষ্টার পালে হাওয়া লেগেছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় গতিহীন ছিল ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ প্রকল্প। শুধু ভূমি অধিগ্রহণেই কেটে যায় ৪ বছর। তবে অন্তর্বর্তী সরকার প্রথম সংশোধনীর মাধ্যমে প্রকল্পের গতি ফিরিয়ে এনেছে। কেটে গেছে ভূমি অধিগ্রহণসহ অন্যান্য জটিলতা। চলছে বিভিন্ন ভবন নির্মাণ কাজ। পাশাপাশি নদীর তীর রক্ষাসহ প্যাসেঞ্জার টার্মিনাল তৈরির কাজও চলছে জোরেশোরে। তবে এখন অধিগ্রহণ করা জমি থেকে বসবাসকারীদের উচ্ছেদ করাই হলো বড় চ্যালেঞ্জ। এটি সঠিকভাবে করা গেলে নির্ধারিত মেয়াদের আগেই প্রকল্পটি শেষ করা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের।
কালবেলা
মেট্রোরেলের নতুন দুই লাইনের নির্মাণকাজে স্থবিরতা
রাজধানীতে মেট্রোরেলের নতুন দুটি লাইনের নির্মাণকাজে স্থবিরতা তৈরি হয়েছে। সেপ্টেম্বরে দেওয়া প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনের তথ্য বলছে, এমআরটি লাইন-১-এর কাজকে মোট ১২টি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে চারটি ভাগের কিঞ্চিৎ অগ্রগতি আছে, বাকিগুলোর তেমন কোনো অগ্রগতি নেই। এসব বিভিন্ন প্যাকেজের কাজ গত ছয় মাস ধরে এগোচ্ছে না। আর এমআরটি লাইন-৫ (উত্তর)-এ মোট ১০টি প্যাকেজ রয়েছে। লাইন-১-এর তুলনায় লাইন-৫-এর অগ্রগতি কিছুটা ভালো। তবে তা আশানুরূপ নয়। এমন পরিস্থিতিতে কাজের ধীরগতি নিয়ে ঋণদাতা প্রতিষ্ঠানে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি জাপান দূতাবাস বাংলাদেশ সরকারকে এ নিয়ে চিঠিও দিয়েছে। সেই চিঠিতে ‘জরুরি’ ভিত্তিতে কাজের গতি বাড়ানোর অনুরোধ করা হয়।
আজকের পত্রিকা
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগানের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
আজকের পত্রিকা
সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, কলেজশিক্ষার্থী আটক
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।
বণিক বার্তা
দেশে পাঁচ বছরে এলপিজির চাহিদা বাড়বে ৬০ শতাংশ
দেশে বর্তমানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার ১৫ লাখ টনের ওপর। স্থানীয় গ্যাসের উৎপাদন হ্রাস এবং বাসাবাড়িতে পাইপলাইনে নতুন করে গ্যাস সংযোগ বন্ধ থাকায় এলপিজির ব্যবহার দিন দিনই বাড়ছে। সেই সঙ্গে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় শিল্প-কারখানায়ও বাড়ছে এ গ্যাসের ব্যবহার। ক্রমান্বয়ে এলপিজির ব্যবহার বাড়ায় আগামী ২০৩০ সালে পণ্যটির ব্যবহার ২৫ লাখ টনে পৌঁছাবে। সেই হিসাবে আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এলপিজির চাহিদা আরো ১০ লাখ টন বা ৬০ শতাংশ বৃদ্ধি পাবে।
প্রথম আলো
হেফাজতে ১৫ সেনা কর্মকর্তা, আত্মগোপনে একজন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ২৫ কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনো সেনাবাহিনীতে কর্মরত আছেন। একজন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) আছেন। এই ১৬ জনের মধ্যে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি সবাই এখন সেনা হেফাজতে আছেন। কবীর আহাম্মদ এখন আত্মগোপনে।
