সোহরাওয়ার্দী হাসপাতালে রোগী ভর্তি ও বেড বরাদ্দে ঘুষ লেনদেন

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের ওয়ার্ডে ভর্তি করানো ও বেড বরাদ্দের জন্য ৫০০-১০০০ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হচ্ছে। ছদ্মবেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয় থেকে সোমবার (১৩ অক্টোবর) একটি এনফোর্সমেন্ট অভিযানে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম বলেন, দুদক টিম হাসপাতালের ভেতরে ও বাইরে দালালদের সক্রিয় উপস্থিতি পেয়েছে, যারা রোগী ভর্তি ও বেড বরাদ্দের জন্য ৫০০-১০০০ টাকা পর্যন্ত দাবি করে। একইভাবে আউটসোর্সিং কর্মচারীরাও ফ্রি ট্রলি ও বেড ব্যবহারে অর্থ দাবি করে থাকে বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
আরও পড়ুন
দুদক সূত্রে জানা যায়, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে ঘুষ দাবি ও নানাবিধ হয়রানি-অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে টিম ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে। এসময় হাসপাতালের ভেতরে ও বাইরে দালালদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।
টিম অভিযোগ পায় যে দালালরা রোগীদের ওয়ার্ডে ভর্তি করানো ও বেড বরাদ্দের জন্য ৫০০-১০০০ টাকা পর্যন্ত দাবি করে থাকে। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত আউটসোর্সিং কর্মচারীরাও রোগীদের জন্য ফ্রি ব্যবহারের ট্রলি ও বেড ব্যবহারের ক্ষেত্রে একইভাবে ৫০০-১০০০ টাকা পর্যন্ত অর্থ দাবি করে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এনফোর্সমেন্ট টিম উদঘাটিত অনিয়ম ও হয়রানির বিষয়গুলো হাসপাতালের পরিচালককে অবহিত করলে তিনি দালালদের দৌরাত্ম্য প্রতিরোধ ও আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে টিমকে আশ্বস্ত করেন। পরে টিম হাসপাতালের ভেতরে সরকারি সরবরাহ করা ওষুধ বাইরে বিক্রির অভিযোগ যাচাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টক রেজিস্টার, ভাউচারসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।
আরএম/এসএসএইচ