বড় খেলাপিতে উদাসীন, হয়রানি ছোট ঋণে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
মিত্রদের প্রার্থী তালিকা নিয়ে হিসাব কষছে বিএনপি
ভোটে জয়ী হলে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে ‘জাতীয় সরকার’ গঠন করার ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি। এখন সে লক্ষ্য সামনে রেখে দলটি আগামী জাতীয় নির্বাচনে মিত্রদের প্রার্থী মনোনয়নের দিকে নজর দিচ্ছে। ইতিমধ্যে বিএনপি যুগপৎ আন্দোলনের দুটি শরিক জোট ও পাঁচটি দলের কাছ থেকে ১০৬ জন প্রার্থীর তালিকা হাতে পেয়েছে। বাকি আছে বাম ঘরানার ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চ। যদিও ইতিমধ্যে তারা ১৩৮টি আসনে জোটের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
সমকাল
লুটপাটে ধুঁকছে কৃষিবিদদের সংগঠন
দীর্ঘদিনের লুটপাট ও অনিয়মে ধুঁকছে ৩৩ হাজার কৃষিবিদের প্রাণের সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)। কৃষিবিদদের কল্যাণে রাজধানীর খামারবাড়িতে শতকোটি টাকা খরচায় গড়ে তোলা হয় সুরম্য ‘কেআইবি কমপ্লেক্স’। সেই কমপ্লেক্স ঘিরে আওয়ামী লীগ সরকারের আমলে চলেছে ভাগাভাগির খেলা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পরও ছিল অনিয়মের ধারা। বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কেআইবি দখলে নেয়। এক পর্যায়ে কর্তৃত্ব নিয়ে দুপক্ষ সংঘাতে জড়ালে সরকার প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দেয়।
আজকের পত্রিকা
বড় খেলাপিতে উদাসীন, হয়রানি ছোট ঋণে
দেশে ব্যাংক খাতের এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছে। বড় ঋণখেলাপিরা কয়েক শ থেকে কয়েক হাজার কোটি টাকা ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে ছোট ঋণের জন্য গরিব কৃষক কিংবা সাধারণ মানুষ সামান্য দেরি বা কয়েক শ টাকার ঘাটতি হলে কঠোর হয়রানির শিকার হন; এমনকি হাতকড়া পরানো অথবা কারাগারে পাঠানোরও নজির রয়েছে।
আরও পড়ুন
দেশ রূপান্তর
আগুনে নিভল ১৬ তাজা প্রাণ
পুরান ঢাকার চুড়িহাট্টার মতো আবারও বড় ধরনের অগ্নিকা- ঘটেছে ঢাকায়। এবার মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকা-ে ১৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভবনটির দ্বিতীয় ও তৃতীয়তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। সবকটি লাশই অঙ্গার হয়ে গেছে। লাশের ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের না পেয়ে ঘটনাস্থলে ভিড় করছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজকের পত্রিকা
রাসায়নিকে অসহায় ফায়ার সার্ভিস
দেশের বিভিন্ন এলাকায় বৈধ-অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য রাসায়নিকের দোকান ও গুদাম। মাঝেমধ্যেই এসব স্থানে আগুন লাগে, ঘটে প্রাণহানি। ফায়ার ফাইটাররা সাধারণ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারলেও রাসায়নিকের আগুন নেভাতে গিয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় তাঁদের।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, অগ্নিদুর্ঘটনাস্থলে কোন ধরনের রাসায়নিক আছে, তার প্রকৃত তথ্য না পাওয়ায় আগুন নেভাতে গিয়ে অনেক সময় বিপদে পড়েন তাঁরা। এ ছাড়া তাঁদের কাছে রাসায়নিকের আগুন নেভানোর মতো পর্যাপ্ত যন্ত্রপাতি নেই, প্রশিক্ষণের ঘাটতিও রয়েছে।
যুগান্তর
৩৬ বছর পর চাকসুতে ভোটযুদ্ধ আজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আজ। দীর্ঘ প্রায় ৩৬ বছর অপেক্ষার পর শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সচল হতে যাচ্ছে চাকসু। নির্বাচনে ১৩টি পূর্ণাঙ্গ, ২টি আংশিক প্যানেলে ৯০৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টানা উনিশ দিন পর সোমবার রাতে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়। তবে মঙ্গলবারও ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্র্থীরা অনলাইনে প্রচারণায় মেতেছিলেন। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নিতে উন্মুখ হয়ে আছেন। নির্বাচন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এর আগে ১৯৯০ সালে হয়েছিল চাকসু নির্বাচন। এরপর রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘ প্রায় ৩৬ বছর বন্ধ ছিল। এদিকে নির্বাচনের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার ৫১৬ শিক্ষার্থী ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। যেখানে ১৬ হাজার ১৮৯ ছাত্র ও ১১ হাজার ৩২৯ ছাত্রী ভোটার।
বণিক বার্তা
নির্বাহী বিভাগের কাছে যাবে ব্যয় অনুমোদনের ক্ষমতা
বর্তমানে সরকারি ব্যয়ের বিল পাস ও ছাড় করাতে অনুমোদন নিতে হয় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ)। তবে জনপ্রশাসন সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সিজিএ কার্যালয়কে পুরোপুরিভাবে অর্থ বিভাগের অধীনে রাখার প্রস্তাব করা হয়েছে। ফলে সরকারি অর্থ ব্যয় ও বিল পাসের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে কেন্দ্রীভূত হয়ে পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নির্বাহী বিভাগ যাতে হিসাব বিভাগের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ করতে না পারে সেজন্য আইনি সুরক্ষার পাশাপাশি সমীচীন হবে সংশ্লিষ্ট সবার পরামর্শে এ সংস্কার বাস্তবায়ন করা।
কালের কণ্ঠ
আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ
বাংলার আকাশ রাখিব মুক্ত—এই মূলমন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমানবাহিনী। দেশের আকাশসীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমানবাহিনী। উন্নত প্রশিক্ষণের কারণে এই বাহিনীর সদস্যরা বিমান উড্ডয়ন, পরিচালনা ও অপারেশনে বিশ্বের শীর্ষস্থানীয়।
যুগান্তর
অবৈধ গুদামের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা
রাজধানীজুড়ে আবাসিক এলাকায় গড়ে উঠেছে সহস্রাধিক অবৈধ রাসায়নিকের গুদাম। এসব থেকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বড় দুর্ঘটনা ঘটলে প্রশাসনসহ সংশ্লিষ্টরা একটু নড়েচড়ে বসে। কিন্তু কিছুদিন পর ফের আগের অবস্থা। শুরু হয় প্রশাসনের রহস্যজনক নীরবতা। স্থানীয়রা বলছেন, আবাসিক এলাকায় গড়ে তোলা এসব গুদামে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। অনুমতিহীন গুদামগুলো বাড়াচ্ছে নিরাপত্তার ঝুঁকি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিক মজুদের বৈধতা খতিয়ে দেখা হবে। আর বিশ্লেষকরা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্নীতি ও অবহেলার কারণে অবৈধ রাসায়নিকের গুদাম আবাসিক এলাকা থেকে সরানো যাচ্ছে না।
কালবেলা
জুলাই সনদের বাইরে নিবন্ধিত ৩০ দল
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। জুলাই সনদ ইস্যুতে ঐকমত্য কমিশনের কয়েক ধাপের সংলাপে অন্তত ৩৩টি দল ও সমমনা জোট অংশ নেয়। এর মধ্যে মাত্র ২১টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। ফলে জুলাই সনদের ক্ষেত্রে কোনো ধরনের যোগাযোগ, সংলাপ বা মতামত গ্রহণের বাইরেই রয়ে গেছে নিবন্ধিত অন্তত ৩০টি রাজনৈতিক দল।
কালের কণ্ঠ
নিরপরাধ গ্রাহকরা ঋণখেলাপি, ইচ্ছাকৃতরা নাগালের বাইরে
ব্যাংকের টাকা লুটে নিয়ে যাঁরা লাপাত্তা তাঁরা ধরাছোঁয়ার বাইরে। অথচ যাঁরা সৎ ও প্রকৃত গ্রাহক তাঁদের ‘ইচ্ছাকৃত’ ঋণখেলাপির তালিকায় রাখা হয়েছে। ব্যাংকগুলোর তৈরি তালিকায় এ রকম অসংগতি ধরা পড়েছে।
প্রকৃত খেলাপি যাচাই না করেই তালিকা পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে।
কালবেলা
চট্টগ্রাম বন্দরে কার্যকর বর্ধিত ৪১ শতাংশ মাশুল
ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও এক মাসের স্থগিতাদেশ শেষে মঙ্গলবার মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরে ৪১ শতাংশ বর্ধিত মাশুল কার্যকর হয়েছে। বন্দর ব্যবহারকারীদের মতে, এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তারা একে ‘বন্দর বন্ধের ষড়যন্ত্র’ বলে অভিহিত করে তা বাতিলের আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, বন্দর পরিচালনায় নতুন দায়িত্ব পাওয়া বিদেশি প্রতিষ্ঠানকে খুশি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনা ছাড়াই ট্যারিফ কার্যকরের ফলে আমদানি ব্যয় বেড়ে গিয়ে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন তারা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, জেটি, শেড ও টার্মিনাল নির্মাণে ব্যয় পুষিয়ে নিতে ৩৯ বছর পর ট্যারিফ বাড়ানো হয়েছে।
সমকাল
প্রতিকূলতা মাড়িয়ে টিকে থাকেন গ্রামীণ নারী
মাঠের কাজ শেষ করে সূর্য ডোবার আগেই লতা বেগম তড়িঘড়ি করে বাড়ি ফেরেন। ঘরে গিয়ে গরু-ছাগল সামলাতে হয়, বাচ্চাদের খাওয়াতে হয়। নানা কাজে ব্যস্ত থাকেন ঘুমানোর আগ পর্যন্ত। তাঁর স্বামী দুই বছর আগে কাজের সন্ধানে ঢাকায় যান, তারপর থেকে কোনো খোঁজ নেই।
বিবিসি
শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায়, সমাধানে কী করছে সরকার?
"মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশ টাকা চিকিৎসা ভাতা। তাও আবার অধ্যক্ষ থেকে প্রতিষ্ঠানের সুইপার একই। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা যেখানে বেতনের চল্লিশ থেকে পয়তাল্লিশ শতাংশ পর্যন্ত অর্থ পান সেখানে আমরা পাই হাজার টাকার থোক বরাদ্দ।"
এভাবেই বিবিসি বাংলাকে বলছিলেন বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক।
