তাকামোল প্রকল্পের আওতায় আগামী বছর লাখো প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটির উদ্যোগে বাস্তবায়িত তাকামোল প্রকল্পের আওতায় ৫০ হাজার প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪০ হাজার জন অংশগ্রহণকারী আন্তর্জাতিক মানের মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ অর্জন করেছেন।
এছাড়া, আগামী বছরে লাখের বেশি প্রশিক্ষণকারীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) তাকামোল প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক তথ্যবিবরণীতে এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন
তথ্যবিবরণীতে বলা হয়েছে, তাকামোল প্রকল্পের এই সাফল্য বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ রপ্তানির ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো বিদেশগামী কর্মীদের বিভিন্ন খাতে আধুনিক প্রশিক্ষণ প্রদান, আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন এবং সার্টিফিকেশন নিশ্চিত করা।
মূলত, তাকামোল প্রকল্পের আওতায় বিদেশে কর্মসংস্থানের জন্য টেকনিক্যাল ও ভোকেশনাল দক্ষতা, ভাষা শিক্ষা, পেশাগত নিরাপত্তা ও আচরণবিধি, প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ইত্যাদি করানো হয়। প্রকল্পের পরবর্তী ধাপে আরও বৃহৎ পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আগামী বছরে ১ লাখের বেশি প্রশিক্ষণকারীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ই-লার্নিং সেন্টার স্থাপনের মাধ্যমে যারা সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে পারেননি, তাদের জন্য অনলাইন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের যুবকরাও এই সুবিধা পেতে পারেন।
প্রকল্পটির সফল বাস্তবায়নের ফলে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, কর্মীদের আয়ের উন্নয়ন ও রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।
এনআই/এমএসএ