ন্যাম সদস্যদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সংস্কারের আহ্বান বাংলাদেশের

ন্যাম সদস্যদের মধ্যে ঐক্য ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সংস্কারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৫ অক্টোবর) উগান্ডার রাজধানী কাম্পালায় ন্যামের ১৯তম মধ্যবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, গত বছরের গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অধিকার নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখার (বা 'সুনিশ্চিত করার') জন্য সংস্কার গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
তিনি বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গঠনে নারীদের ক্ষমতায়ন এবং যুব শক্তিকে কাজে লাগানোর জন্য বিনিয়োগ করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, এমন এক সময়ে যখন আমরা জাতিসংঘ জুড়ে সংস্কার নিয়ে আলোচনা করছি, তখন আন্দোলনের ঐক্যকে পুনরায় শক্তিশালী করার জন্য ন্যামের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সুবিন্যস্ত করার বিষয়টিও আমাদের বিবেচনা করা উচিত।
এদিন বিকেলে ফিলিস্তিন বিষয়ক ন্যাম মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে অংশ নেন উপদেষ্টা। তিনি ফিলিস্তিনের স্বার্থে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। গাজায় সম্প্রতি সম্মত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে তিনি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করে ১৯৬৭ সালের আগের সীমান্তের উপর ভিত্তি করে 'দ্বি-রাষ্ট্র সমাধান'-এর জন্য বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
উপদেষ্টা রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ ও উগান্ডার মধ্যে পররাষ্ট্র দফতরের পরামর্শের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন।
এনআই/এআইএস