বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শ্রম সহযোগিতা জোরদারের আহ্বান

কাতারের দোহায় শুরু হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর শ্রমমন্ত্রীদের ষষ্ঠ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং পাকিস্তানের শ্রমমন্ত্রী চৌধুরী সালিক হুসাইনের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শ্রম খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর জোর দেওয়া হয়। উভয় দেশ প্রবাসী শ্রমবাজারের বিদ্যমান সমস্যা সমাধান, শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমবাজার সম্পর্কিত তথ্য বিনিময়ের বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দুই দেশের মধ্যে শ্রম, বাণিজ্য ও সংস্কৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়লে আঞ্চলিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
তিনি বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগব্যবস্থা উন্নয়ন, পর্যটন খাতে সহযোগিতা এবং জলপথ ও আকাশপথে সংযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
পাকিস্তানের শ্রমমন্ত্রী চৌধুরী সালিক হুসাইন শ্রমবিষয়ক নিয়মিত সংলাপ ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ শ্রমবাজারকে আরও গতিশীল করবে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দোহায় অনুষ্ঠিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো— স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক অর্জন: ইসলামী বিশ্বে সাফল্যের গল্প। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর শ্রমমন্ত্রী ছাড়াও এতে অংশ নিচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সিভিল সোসাইটির সদস্যরা।
এসএইচআর/এআইএস