দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে ঘাটতি নেই, সংকটের খবর ভিত্তিহীন

দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সম্প্রতি ব্যান্ডউইডথ সংকট নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানটি জানায়, বাস্তবে দেশে পর্যাপ্ত আন্তর্জাতিক ব্যান্ডউইডথ মজুত রয়েছে, বরং প্রায় তিন হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ বর্তমানে অব্যবহৃত অবস্থায় আছে।
শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিএসসিপিএলসি দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান সরকারি সংস্থা হিসেবে কাজ করছে।
বর্তমানে বিএসসিপিএলসি সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের ২টি কনসোর্টিয়াম পরিচালনা করছে। এই দুটি ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস, যার মধ্যে ৪ হাজার ২০০ জিবিপিএস এরইমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে। বাকি ৩ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ চাহিদার ভিত্তিতে সরবরাহের সক্ষমতা প্রতিষ্ঠানটির রয়েছে।
আরও জানানো হয়েছে, দেশের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে বিএসসিপিএলসি তৃতীয় ট্রাস্টেড ক্যাবল প্রকল্প সিমিউই-৬ বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০২৬ সালের শেষ নাগাদ চালু হলে কক্সবাজার–সিঙ্গাপুর ও কক্সবাজার–মুম্বাই–ফ্রান্স সংযোগের মাধ্যমে প্রায় ৩০ হাজার জিবিপিএস (৩০ টেরাবিট) ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বা ভবিষ্যতে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। প্রতিষ্ঠানটি সব অপারেটর ও ইন্টারনেট সেবা প্রদানকারীকে আহ্বান জানিয়েছে বিভ্রান্তিকর প্রচারে প্রভাবিত না হয়ে দেশের নিরাপদ ও নির্ভরযোগ্য সাবমেরিন ক্যাবল সিস্টেম থেকে ব্যান্ডউইডথ গ্রহণ করতে।
আরএইচটি/জেডএস