চট্টগ্রাম বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চীনা নাগরিক আহত

চট্টগ্রাম বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে আইফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
বন্দর কর্মকর্তারা জানায়, বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে প্রধান সড়কে তিনজন ছিনতাইকারী ওই চীনা নাগরিকের ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা ভুক্তভোগীর হাঁটুর নিচে ছুরি দিয়ে আঘাত করে তার কাছ থেকে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় উপস্থিত পথচারীরা একজন ছিনতাইকারীকে ধরে ফেলে এবং তাকে পিটুনি দেয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওই ছিনতাইকারী এবং বিদেশি নাগরিককে হাসপাতালে পাঠায় পুলিশ।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বিদেশি নাগরিক ও আটক ছিনতাইকারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমআর/এমএন