কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের বাহেরচর ও রায়েরচর এলাকায় পরিচালিত অভিযানে ৬টি অবৈধ শিল্প কারখানা ও ৩টি আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে জিনজিরায় অবস্থিত ৫টি ওয়াশিং ও তার কারখানা এবং ১টি নির্মাণাধীন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। দুটি স্পটে পরিচালিত এ অভিযানে শিল্প কারখানার অবৈধ ব্যবহারের জন্য সর্বমোট ৯,১০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে।
আরও পড়ুন
শিল্প কারখানার পাশাপাশি জুয়াইল রায়েরচর এলাকায় দুইজন আবাসিক গ্রাহক অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার করার কারণে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। একই স্পটে একটি অবৈধ কারখানার আঙিনায় পাওয়া অপর একজন অবৈধ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কাপিং করা হয়।
অভিযানের মাধ্যমে মাসিক মোট সাশ্রয়কৃত গ্যাসের পরিমাণ দাঁড়ায় ৬৮ হাজার ৩৩৮ ঘনমিটার, যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা।
ওএফএ/এসএসএইচ