রামপুরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর রামপুরা ব্যাংক কলোনির নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে তোফায়েল গাজী (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুন) সন্ধ্যা পৌনে ৭টার সময় ১০তলা ভবন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আব্দুল জলিল ঢাকা পোস্টকে বলেন, তোফায়েল একজন রড মিস্ত্রি। আমরা একসঙ্গে কাজ করি। সন্ধ্যায় নিচ থেকে এক্সেলেটরের মাধ্যমে ওপরে সরঞ্জাম ওঠানো হয়। সে উপর থেকে ওইসব সরঞ্জাম রিসিভ করে। এরপর ১০তলায় সরঞ্জামগুলো কাছে আনতে গেলে অসাবধানবশত সে নিচে পড়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, রামপুরায় ১০তলা ভবন থেকে একজন নির্মাণ শ্রমিক পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা রামপুরা থানাকে খবর দিয়েছি।
এসএএ/জেডএস