কদমতলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নুর ইসলাম (৪০) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুর ইসলাম ময়মনসিংহের কোতোয়ালি থানার বুড়িয়া বেগুনবাড়ি গ্রামের মৃত মাহা মিয়ার ছেলে।
নিহতের সহকর্মী গিয়াস উদ্দিন জানান, আজ বিকেলের দিকে কদমতলীর তুষারধারা সাদ্দাম মার্কেট এলাকার একটি ছয়তলা নির্মাণাধীন ভবনের চারতলায় রড বাঁধাইয়ের কাজ করছিলাম আমরা। এ সময় অসাবধানবশত উপর থেকে পড়ে গুরুতর আহত হন নুর ইসলাম। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/জেডএস