আগারগাঁও-শ্যামলী এলাকায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ডিএনসিসি

আগারগাঁওয়ের তালতলা, নির্বাচন ভবন এলাকা, ৬০ ফিট রোড, শ্যামলী মেইন রোড এলাকা থেকে অবৈধ ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এসব এলাকায় ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসির কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছেন। এরই অংশ হিসবে আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেনের আওতাধীন আগারগাঁওয়ের তালতলা, নির্বাচন ভবন এলাকা, ৬০ ফিট রোড, শ্যামলী মেইন রোড এলাকা থেকে অবৈধ ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত পরিচালিত হচ্ছে।
এর আগে শহরের সৌন্দর্য নষ্ট করে শহরের বিভিন্ন জায়গায় দেয়াল লিখন-পোস্টার লাগালে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
এএসএস/জেডএস