টিকা নিয়ে গুজবের বিষয়ে সচেতন থাকতে হবে : ডিএসসিসি সচিব

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, টিকা নিয়ে কিছু অসৎ ও অশিক্ষিত লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে, তাই গুজবের বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’-এর সফল বাস্তবায়নে সিটি কর্পোরেশন পর্যায়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের সমন্বিত উদ্যোগে দেওয়া টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। আমাদের নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্যেই এই টিকা নেওয়া উচিত।
সেমিনারে উপস্থিত বক্তারা বলেন, একটি অপপ্রচারকারী চক্র ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে টিকার কার্যকারিতা ও পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারকারীর জবাব দেওয়ার জন্য নিজেদের সন্তানদের টাইফয়েড টিকা প্রদানের জন্য নিয়ে এসেছি।
এ দিকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের টাইফয়েড টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে স্কুল পর্যায়ে ১২ অক্টোবর- ৩০ নভেম্বর টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর কমিউনিটি পর্যায়ে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। কমিউনিটি পর্যায়ে টিকাদানের পাশাপাশি, স্কুল পর্যায়ে কেউ যদি টিকাদান থেকে বাদ পড়ে যায়, তাদেরকেও টিকাদান করা হবে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে কেউ ব্যর্থ হলেও কমিউনিটি পর্যায়ে নির্ধারিত বয়সের যে কেউ কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এএসএস/বিআরইউ