লিও ক্লাব অব চিটাগং ম্যাজিস্টিক সিটির নতুন কমিটি

লিও ক্লাব অব চিটাগং ম্যাজিস্টিক সিটির সেবাবর্ষ ২০২১-২২ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে লিও জাওয়াদুল করিম এবং সেক্রেটারি হিসেবে লিও রুবেলকে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৯ জুন) রাতে এক ভার্চুয়াল কনফারেন্স লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫- বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগং ম্যাজিস্টিক সিটির স্পন্সরকৃত সামাজিক সেবামূলক এ সংগঠনটির আগামী সেবাবর্ষের কমিটি গঠন করা হয়।
ভার্চুয়াল কনফারেন্স থেকে নতুন কমিটি ঘোষণা করেন ক্লাব অ্যাডভাইজার লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন। এছাড়াও কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে লিও সাজিদ, সেক্রেটারি হিসেবে লিও রুবেল ও ট্রেজারার হিসেবে লিও হোসাইনকে মনোনীত করা হয়েছে।
কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কো অ্যাডভাইজার লায়ন রিদুয়ানুল হক চৌধুরী, লিও ক্লাব ডিরেক্টর লিও ইমরান হোসাইন, আইপিপি লিও এইচ এম জিহাদ, ক্লাব প্রেসিডেন্ট লিও আবদুল রায়হান, ক্লাব সেক্রেটারি লিও সিনথিয়া প্রমুখ।
কেএম/আরএইচ